ফের গোলাগুলি মণিপুরে
বরাক তরঙ্গ, ৮ সেপ্টেম্বর : ফের গুলি চলল। শুক্রবার ভোর থেকে মণিপুরের টেংনুপাল জেলার পাল্লেল এলাকায় গুলি চালানো হয়। নিরাপত্তা বাহিনী ও অস্ত্রধারীদের মধ্যে গোলাগুলিতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
সকাল ৬টার দিকে গোলাগুলি শুরু হয়। এখন পর্যন্ত পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হয়েছে। নিরাপত্তা বাহিনী ঘটনার তদন্ত করছে।
উল্লেখ্য, দু’দিন আগে মণিপুরের বিষ্ণুপুর জেলায় গণসমাবেশ হয়েছিল। পরে মিছিলটি সহিংস রূপ নেয়। বুধবার নিরাপত্তা বাহিনীর ছোড়া টিয়ার গ্যাস ও মক বোমায় সাংবাদিকসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। মণিপুরে নাগরিক সমাজের সংগঠন মণিপুর ইন্টিগ্রিটি কোঅর্ডিনেশন কমিটি গণ সমাবেশের ডাক দিয়েছে। পুলিশ ছত্রভঙ্গ করে।
এই সমাবেশ বিষ্ণুপুর ও সুরাচাঁদপুর সীমান্তের দিকে অগ্রসর হয় এবং জাতীয় সড়ক সেনাবাহিনীর স্থাপন করা ব্যারিকেড অপসারণের চেষ্টা করে। কোকোমি আয়োজিত এক জনসভায় যোগ দিতে হাজার হাজার মানুষ বুধবার কোয়াকাটা মাঠে জড়ো হয়েছিল।