তিনদিন পর উপনদীতে তলিয়ে যাওয়া বরথলের শিশুর লাশ উদ্ধার
কেএইচ লস্কর, লক্ষীপুর।
বরাক তরঙ্গ, ২১ আগস্ট : তিনদিন পর উপনদীতে তলিয়ে যাওয়া শিশুর লাশ উদ্ধার হল। বুধবার সাতসকালে পুলিশ ও গ্রামবাসী আট বছর বয়সী প্রীতম পানিকার নিথর দেহ রাজবংশীবস্তি এলাকা থেকে উদ্ধার করেন।
উল্লেখ্য, গত সোমবার ভোরে এই ঘটনা সংঘটিত হয়েছে বরথল থাইলু জিপিতে। বরথল থাইলু জিপির থাইলু কলনির বাসিন্দা রামু পানিকার ছেলে প্রীতম পানিকা ভোরে অভিভাবকদের সঙ্গে স্থানীয় উপনদী থেকে জল সংগ্রহ করতে গিয়েছিল। জল তুলতে গিয়ে সে পড়ে গিয়ে নিখোঁজ হয়ে যায়। মুহূর্তের মধ্যে তলিয়ে যায় প্রীতম। তাকে আর খোঁজে পাওয়া যায়নি।
খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে ছুটে যান লক্ষীপুরের বিধায়ক কৌশিক রায়।তিনি খবর করেন এসডিআরএফ বাহিনী। খবর পেয়ে পৌঁছে এসডিআরএফ দল। লাবক নদীতে দিনভর তাল্লাশী অভিযান চালিয়ে ও প্রীতম পানিকার কোন সন্ধান পাওয়া যায়নি। অবশেষে তিনিদিন পর তার দেহ উদ্ধার হয়। এ মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।