IPL দশ বছর পর ফের দখল কলকাতা নাইট রাইডার্সের

২৬ মে : দশ বছর পর ফের দখল কলকাতা নাইট রাইডার্সের। আইপিএলের ফাইনালে (IPL Final 2024) হায়দরাবাদকে হারিয়ে ট্রফি ঘরে তুলল কলকাতা নাইট রাইডার্স। এদিন প্রথমে ব্যাট করে সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) ১৮.৩ ওভারে করে মাত্র ১১৩ রান। রাসেল, মিচেল স্টার্ক ও হর্ষিতের বলের দাপটে মুখ থুবড়ে পড়ে কমলা বাহিনী। অল্প রানের লক্ষ্যমাত্রা নিয়ে জবাবে ব্যাট করতে নেমে প্রথম থেকেই হাত খুলে ব্যাট চালাতে শুরু করেন নাইটের ব্যাটাররা। লক্ষ্যে পৌঁছতে বেশি সময় নেননি শ্রেয়সরা। ১০.৩ ওভারে সহজেই প্রয়োজনীয় রান তুলে নেয় নাইটের ব্যাটাররা। ৮ উইকেটে ম্যাচ জিতল কলকাতা।

পুরো ২০ ওভার ব্যাট করতে পারেনি হায়দরাবাদ। ১৮.৩ ওভারে ১১৩ রানে অলআউট সানরাইজার্স। আইপিএলের ফাইনালের ইতিহাসে সর্বনিম্ন রান। রান পাননি বিধ্বংসী জুটি ট্রাভিস হেড (০) এবং অভিষেক শর্মা (২)। আইপিএলের সেরা বল করেন মিচেল স্টার্ক। হায়দরাবাদের আরেক ব্যাটিং স্তম্ভ হেনরিচ ক্লাসেনও রান পায়নি (১৬)। সর্বোচ্চ রান প্যাট কামিন্সের। ২৪ রান করেন হায়দরাবাদের নেতা। গোটা ব্যাটিং ফ্লপ। অথচ এই একই দল এবারের আইপিএলে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে। রবিবাসরীয় সন্ধেয় কেকেআরের বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি হায়দরাবাদের ব্যাটাররা‌। পুরোপুরি আত্মসমর্পণ। তিন উইকেট নেন আন্দ্রে রাসেল। জোড়া উইকেট মিচেল স্টার্ক, হরষিত রানার। কেকেআরের প্রত্যেক বোলারই উইকেট পায়। রান তাড়া করতে নেমে মাত্র ১০.৩ ওভারে ৮ উইকেটে জয়সূচক রানে পৌঁছে যায় নাইটরা। আইপিএলের ফাইনালের ইতিহাসে সবচেয়ে বড় জয়। এই সাফল্য টিমগেমের। হায়দরাবাদ গোটা ইনিংসে মাত্র ৩টি ছয়, ৮টি চার মারে। পাওয়ার প্লেতেই সেই সংখ্যা ছাপিয়ে যায় নাইটরা। কে বলবে একই পিচে কিছুক্ষণ আগেই নাকানিচোবানি খায় সানরাইজার্স!

IPL দশ বছর পর ফের দখল কলকাতা নাইট রাইডার্সের

রান তাড়া করতে নেমে শুরুতেই ফেরেন সুনীল নারিন (৬)। দলকে জেতানোর দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন রহমতুল্লাহ গুরবাজ এবং ভেঙ্কটেশ আইয়ার। ৩২ বলে ৩৯ রান করে আউট হন আফগান ক্রিকেটার। ২৪ বলে অর্ধশতরান তুলে নেন ভেঙ্কটেশ আইয়ার। বিধ্বংসী ইনিংসে ছিল ৩টি ছয়, ৪টি চার। জয়সূচক রান আসে বাঁ হাতির ব্যাটেই। ৫২ রানে অপরাজিত থাকেন ভেঙ্কটেশ। অন্য প্রান্তে অপরাজিত শ্রেয়স (৬)।

উল্লেখ্য, ২০১২, ২০১৪ সালের পর ২০২৪। দশ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান হল।

আল্টিমেট ফ্যান্টাসি প্লেয়ার অফ দ্য সিজন- সুনীল নারিন।
ক্যাচ অফ দ্য সিজন- রমণদীপ সিং
পার্পেল ক্যাপ- হর্ষল প্যাটেল।
অরেঞ্জ ক্যাপ- বিরাট কোহলি।
ইমার্জিং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট- নীতিশ রেড্ডি।
ইলেক্ট্রিক স্ট্রাইকার অফ দ্য সিজন- জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক।
সুপার সিক্সেস অফ দ্য সিজন অভিষেক শর্মা।
অন দ্য গো ফোরস অফ দ্য সিজন ট্রাভিস হেড।
ফেয়ার প্লে অ্যাওয়ার্ড- সানরাইজার্স হায়দরাবাদ।
ইলেক্ট্রিক স্ট্রাইকার অফ দ্য ম্যাচ- বেঙ্কটেশ আইয়ার।

ফাইনাল ম্যাচ
ফ্যান্টাসি প্লেয়ার অফ দ্য ম্যাচ- মিচেল স্টার্ক।
সুপার সিক্সেস অফ দ্য ম্যাচ- বেঙ্কটেশ আইয়ার।
অন দ্য গো ফোরস অফ দ্য ম্যাচ- রহমানুল্লা গুরবাজ।
গ্রিন ডটবল অ্যাওয়ার্ড- হর্ষিত রানা
প্লেয়ার অফ দ্য ম্যাচ- মিচেল স্টার্ক।

Author

Spread the News