ছয় বছর পর করিমগঞ্জ কলেজে নির্বাচন, সংসদ দখলে এনএসইউআইর

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ৫ ফেব্রুয়ারি : করিমগঞ্জ কলেজ ছাত্র সংসদ নির্বাচনে এনএসইউআই এর বিশাল জয়। সোমবার কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যদিয়ে কলেজে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। মোট ১৪ টি পদের ১৩টি পদে নির্বাচন হয়েছে যার মধ্যে নয়টি আসন নিজেদের দখলে রেখেছে ভারতীয় জাতীয় কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআই।
জেনারেল সেক্রেটারি পদে জয়ী হয়েছেন সুস্মিত দেব এবং ভাইস প্রেসিডেন্ট পদে জয়ী হয়েছেন শিবম দত্ত এছাড়াও আরও সাতটি বিভিন্ন পদে জয়ী হয়েছেন এনএসইউআই এর প্রার্থীরা। একটি আসনে এবিভিপি আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় নিশ্চিত করেছে।

ছয় বছর পর করিমগঞ্জ কলেজে নির্বাচন, সংসদ দখলে এনএসইউআইর

এ দিন ২০ টি রুমে হচ্ছে ভোটদান প্রক্রিয়া। মোট ভোটার সংখ্যা ছিল  ৩৩০৬। এবারের  নির্বাচনের প্রচার ছিল ভিন্ন মাত্রায়। গভীর রাত অবধি জোরদার প্রচার চালিয়েছে এনএসইউআই সহ এবিভিপি কর্মীরা। উভয় দলের ক্যাডারদের এই প্রথমবারের মতো প্রচার গাড়িতে ডিজে লাইট সহ বিশালাকারের সাউন্ড বক্স লাগিয়ে প্রচার করতে দেখা যায়। কলেজ ক্যাম্পাসেই সীমাবদ্ধ না থেকে শহরের অলিগলিতেও ছিল নির্বাচনী প্রচার।

ছয় বছর পর করিমগঞ্জ কলেজে নির্বাচন, সংসদ দখলে এনএসইউআইর

দীর্ঘ ছয় বছর পর করিমগঞ্জ কলেজ নির্বাচন অনুষ্ঠিত হল। এবারে নির্বাচনে হারানো জমি পুনরুদ্ধারে মরিয়া হয়ে উঠছিল বিরোধী দল কংগ্রেস। অন্যদিকে, নিজেদের দুর্গ অক্ষত রাখতে কলেজ নির্বাচনে সরাসরি না হলেও বাইরে থেকে ছিল জোর প্রচার শাসকদলের।

ছয় বছর পর করিমগঞ্জ কলেজে নির্বাচন, সংসদ দখলে এনএসইউআইর

Author

Spread the News