চারদিন পর কাদার নীচ থেকে জীবন্ত উদ্ধার ৪ জনকে

২ আগস্ট : ওয়েনাড় যেন মৃত্যুপুরী। হঠাৎ ভূমিধসের জেরে মৃতের সংখ্যা ৩০০ গণ্ডি পার করে গেছে। ধ্বংসস্তূপে জারি তল্লাশিঅভিযান। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন দাবি করেছিলেন যে ধ্বংসস্তূপের নীচে হয়তো আর কেউ বেঁচে নেই। তবে আজ শুক্রবার মিরাকেলের সাক্ষী থাকল দেশ। চারদিন পর কাদার নীচ থেকে জীবন্ত অবস্থায় ৪ জনকে উদ্ধার করা হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালানো হচ্ছে। ড্রোন র‌্যাডারও ব্যবহার করা হচ্ছে নিখোঁজদের খোঁজে।

প্রশাসন সূত্রে খবর, ওয়েনাডে ভূমিধসে  এখনও পর্যন্ত ৩০৮ জনের মৃত্যু হয়েছে। আহত ২০০-রও বেশি মানুষ। এখনও খোঁজ মিলছে না ২০০-রও বেশি বাসিন্দার। মনে করা হচ্ছে, ভেঙে পড়া বাড়ি-ঘর ও কাদামাটির নীচেই চাপা পড়ে রয়েছেন তারা। 

চারদিন পর কাদার নীচ থেকে জীবন্ত উদ্ধার ৪ জনকে

Author

Spread the News