৪ মাস ২০ দিন পর জোনমণির গাড়ি থেকে উদ্ধার দু’টি মোবাইল

বরাক তরঙ্গ, ৫ অক্টোবর : এসআই জোনমণি রাভার দুর্ঘটনার সিবিআই দুর্ঘটনার তদন্ত পুনরায় শুরু করেছে।বুধবার সিবিআই দল কলিয়াবরের সরুভাগে একটি কন্টেইনার ও আরেকটি ছোট গাড়ি নিয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছেছে। তদন্তকারীদের একটি ১২-সদস্যের CBI টিম বুধবার দুর্ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ পরীক্ষা চালায়।

উল্লেখ্য, গত ১৫ মে জোনমণি রাভার মৃত্যু হয়েছিল। দুর্ঘটনা নাকি পূর্বপরিকল্পিত খুন তা খতিয়ে দেখছে সিবিআই। বুধবার সিবিআই দল দুর্ঘটনাস্থলে একটি কন্টেইনার এবং একটি এসপ্রেসো গাড়ি নিয়ে আসে। কী ভাবে দুর্ঘটনাটি সংঘটিত হয় তা খতিয়ে দেখে।

৪ মাস ২০ দিন পর জোনমণির গাড়ি থেকে উদ্ধার দু'টি মোবাইল
ফাইল ছবি।

স্থানীয় পুলিশ প্রশাসনের সহযোগিতায় সিবিআই দল জাখালাবান্ধা থানায় পৌঁছে দুর্ঘটনায় জড়িত গাড়িটি পরীক্ষা করে। দলটি গাড়ি থেকে নমুনা সংগ্রহ করেছে। জোনমণির গাড়ি থেকে দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর পুলিশ ও সিআইডি তদন্তকারীরা বারবার তদন্ত করেও জোনমণি রাভার হারানো দুটি মোবাইল ফোন উদ্ধার করতে পারেনি। দুর্ঘটনাস্থলে এবং পুঙ্খানুপুঙ্খ তদন্ত সিবিআই ইতিমধ্যেই পাঁচবার গাড়িটি উদ্ধার করেছে। এতদিন পর মোবাইল উদ্ধার নিয়ে ফের রহস্য বাধছে।

Author

Spread the News