সবাহি মক্তব ফাইনালে আফরোজার নজরকাড়া সাফল্য

বরাক তরঙ্গ, ১১ মে : সদ্য ঘোষিত উত্তরপূর্ব ভারত এমারতে শরয়িয়াহ ও নদওয়াতুত তামির পরিচালিত  ২০২৪ সালের সবাহি মক্তব ফাইনাল পরীক্ষায় নজরকাড়া সাফল্য লাভ করেছে ইসমত আফরোজা ফেরদৌস। কর্ণমধু মোদাইর পাড়া নিবাসী বিশিষ্ট শিক্ষাবিদ, স্কুল শিক্ষক মওলানা আব্দুল মতিন ও শিক্ষিকা হামিদা খানমের একমাত্র মেয়ে আফরোজা।

উল্লেখ্য, শুক্রবার আমিরে শরিয়ত আল্লামা ইউসুফ আলির উপস্থিতিতে ২০২৪ সালের সবাহি মক্তব   ফাইনালের ফলাফল ঘোষণা করেন বিভাগীয় সম্পাদক ড. ফজলুর রহমান লস্কর। এতে ৯৮.৭৫ শতাংশ নম্বর নিয়ে পঞ্চম স্থান অধিকার করেছেন মেধাবী পড়ুয়া ইসমত আফরোজা ফেরদৌস। তার প্রাপ্ত নম্বর হলো ৪০০ এর মধ্যে ৩৯৫।

আফরোজা ফেরদৌসের এহেন সাফল্যে সর্বত্র অভিনন্দনের জোয়ার বইছে। তার আত্মীয়স্বজন, মক্তব, স্কুল সহ সবাই শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন জানিয়ে তার উজ্জ্বল ভবিষ্যত কামনা করেছেন।

Author

Spread the News