শিলচরে এএফএ-র অনূর্ধ্ব-১৫ স্টেট ইয়ুথ লিগ ফুটবল শুরু

বরাক তরঙ্গ, ১৭ ডিসেম্বর : অসম ফুটবল সংস্থা (এএফএ)-র অনূর্ধ্ব ১৫ স্টেট ইয়ুথ লিগ ফুটবল  টুর্নামেন্টের ফাইনাল পর্বের খেলা খেলা রবিবার শিলচরের ইন্ডিয়া ক্লাব মাঠে শুরু হচ্ছে।

অংশ গ্রহণকারী খেলোয়াড়দের ডিএস‌এ-র ফুটবল প্যাভিলিয়ন, ক্রিকেট প্যাভিলিয়ন এবং প্লেয়ার্স হোস্টেলে রাখা হয়েছে। তাদের খাওয়া এবং পুরস্কার স্পনসর করছেন শিলচরের বিশিষ্ট ক্রীড়াপ্রেমী প্রণয় বণিক। অসম ফুটবল সংস্থা এ‌ই আসরের জন্য ৫০ হাজার টাকা বরাদ্দ করেছে। শনিবার প্রফুল্ল চন্দ্র বণিক কনফারেন্স হলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এসব জানান শিলচর ডিএসএ-র সভাপতি শিবব্রত দত্ত, সচিব অতনু ভট্টাচার্য, ফুটবল সচিব বিকাশ দাস, কোষাধ্যক্ষ বুদ্ধদেব চৌধুরী, স্পনসর প্রণয় বণিক প্রমুখ।
উল্লেখ্য, এই প্রতিযোগিতায় প্রতিটি জোনের চ্যাম্পিয়ন দল অংশগ্রহণ করছে। দলগুলি ইতিমধ্যে শিলচরে পৌঁছে গেছে।

সাতটি দলকে দুই গ্রুপে ভাগ করে লিগ হবে। সেরা দুটি দল ফাইনাল খেলবে। এ গ্রুপের দলগুলি হচ্ছে এন আর এল এফ‌এ, পয়লাপুল এফ‌এ, রিংচেংসাং এসএ এবং টিউলিপ এফ‌এ। বি গ্রুপের তিনটি দল হল বারৈকুড়ি রিজিওনাল এফ‌এ, লুইত এফ‌এ কামরূপ এবং রয়্যাল ব্রাদার্স এফ‌সি। রবিবার সকাল দশটায় রিংচেংসাং এস‌এ এবং টিউলিপ এফ‌এ মোকাবিলা করবে।
প্রতিবেদক : ইকবাল লস্কর, শিলচর।

Author

Spread the News