সুষ্ঠু ভাবে সম্পন্ন ADR পরীক্ষা কাছাড়ে

সুষ্ঠু ভাবে সম্পন্ন ADR পরীক্ষা কাছাড়ে

এস চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ২৭ অক্টোবর : কাছাড় জেলার শিলচরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে চতুর্থ শ্রেণি পদের লিখিত পরীক্ষা সম্পন্ন হল। রবিবার রাজ্যের সঙ্গে কাছাড় জেলাও পরীক্ষা অনুষ্ঠিত হয়। কাছাড় জেলায় মোট ১৩০টি পরীক্ষা কেন্দ্র রয়েছে। এরমধ্যে শিলচরে ৬৩টি, বড়খলা ১৫টি, উধারবন্দে ৬টি, ধলাইয়ে ১২টি, সোনাইয়ে ৯টি, কালাইনে ৩টি ও কাটিগড়ায় ৫টি পরীক্ষা কেন্দ্রে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নিয়োগ পরীক্ষা সমাপ্ত হয়। কাছাড় জেলায় সর্বমোট ৬৯৪৩৯ জন পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করেন।

এ দিন দু’টি পেপার পরীক্ষা হয়। এইচএসএলসি-পাস করা প্রার্থীদের জন্য সকাল ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত। এই পরীক্ষায় আবেদন পড়েছে ৮,২৭,১৩০টি। এবং অষ্টম শ্রেণি পাস করা প্রার্থীদের পরীক্ষা ১-৩০ মিনিট থেকে ৪টা পর্যন্ত। এই পরীক্ষায় বসবেন ৫,৫২,০০২ জন পরীক্ষার্থী।

পরীক্ষার লক্ষ্য রাজ্য সরকারি ৪২টি বিভাগে ৫০২৩টি শূন্যপদ পূরণ করা। রেকর্ড মতে ১৩,৭৯,১৩২ জন প্রার্থী আবেদন করেছেন। পরীক্ষাটি রাজ্যের ২৮টি জেলায় অনুষ্ঠিত হয়।

সুষ্ঠু ভাবে সম্পন্ন ADR পরীক্ষা কাছাড়ে

Author

Spread the News