অসহযোগ আন্দোলনে স্তব্ধ প্রশাসনিক কাজকর্ম

বরাক তরঙ্গ, ২৯ ডিসেম্বর : সর্বাত্মক অসহযোগ আন্দোলনে স্তব্ধ হয়ে পড়ল কাছাড়ের জেলা আয়ুক্ত কার্যালয় সহ লক্ষীপুর উপায়ুক্ত কার্যালয়, সোনাই, উধারবন্দ ও কাটিগড়া সার্কল অফিসের কাজকর্ম। শুক্রবার গোটা রাজ্যে পাঁচ দফা দাবিতে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেয় সারা অসম জেলা প্রশাসন কর্মচারী সংস্থা। সারা রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে কাছাড় জেলা কমিটিও আন্দোলনে যোগ দেয়। এতে জেলা সদরসহ লক্ষীপুর উধারবন্দ, কাটিগড়া ও সোনাই সার্কল অফিসে কাজকর্ম স্তব্ধ হয়ে যায়। জেলা প্রশাসনের কর্মকর্তারা কাজ ছেড়ে অসহযোগ আন্দোলনে নেমে পড়েন।

অসহযোগ আন্দোলনে স্তব্ধ প্রশাসনিক কাজকর্ম
কেন্দ্রীয় সভাপতি বিক্রমজিৎ চক্রবর্তী।

এ দিন কাছাড় জেলা আয়ুক্ত কার্যালয়ের সামনে কর্মচারীরা পাঁচ দফা দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভের সময় সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সারা অসম জেলা প্রশাসন কর্মচারী সংস্থার কেন্দ্রীয় সভাপতি বিক্রমজিৎ চক্রবর্তী ও  কাছাড় জেলা কমিটির সভাপতি রঞ্জিত দেব বলেন, তাদের দাবি গুলোর মধ্যে রয়েছে জেলা প্রশাসন কর্মচারীদের জন্য পৃথক বেতন কাঠামো ও নয়া পদের সৃষ্টি করা, এনপিএস বাতিল করা। তাঁরা বলেন, এসব দাবি সরকারের কাছে তুলে ধরা হয়েছে কিন্তু সরকার কোন ধরনের কর্ণপাত করেনি। তাই সংস্থা অসহযোগ আন্দোলনের ডাক দেয়।
তাদের দাবি যদি না মানা হয় তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন বলেও জানান।
প্রতিবেদক : বিশ্বজিৎ আচার্য, শিলচর।

Author

Spread the News