আন্তর্জাতিক কন্যা শিশু দিবসে শিলচরে র্যালি প্রশাসনের
বরাক তরঙ্গ, ৪ অক্টোবর : আন্তর্জাতিক কন্যা শিশু দিবসের সপ্তাহব্যাপী উদযাপনের সূচনা হল কাছারে। এ উপলক্ষে বৃহস্পতিবার র্যালি বের হয়। র্যালির সূচনা করেন জেলা আয়ুক্ত মৃদুল যাদব।
জেলা প্রশাসন এবং ন্যাশনাল ক্যাডেট কর্পস (NCC) ৬২ তম গার্লস ব্যাটালিয়নের সহযোগিতায় সংকল্প : হাব ফর উইমেন এমপাওয়ারমেন্ট, কাছাড় এই অনুষ্ঠানের আয়োজন করে। র্যালিতে জেলার ১১টি কলেজের ৬৬ ছাত্রী সহ ১০০ জনেরও বেশি অংশগ্রহণ করেন। মূলত মেয়েদের জন্য সুযোগ বৃদ্ধির পক্ষে সমর্থন করে এবং সারা বিশ্বে তারা যে লিঙ্গ বৈষম্যের সম্মুখীন হয় সে সম্পর্কে সচেতনতা বাড়ানোর উদ্দেশে বের হয় র্যালি।
জেলা আয়ুক্ত মৃদুল যাদব, সহকারী কমিশনার অঞ্জলি কুমারী (দায়িত্ব প্রাপ্ত সমাজকল্যাণ বিভাগ), প্রতিরক্ষা ও এনসিসির আধিকারিকরা র্যালির সূচনা করেন। এতে বক্তব্য রাখেন ডিসি মৃদুল যাদব। তিনি ভবিষ্যত গঠনে মেয়েদের ক্ষমতায়নের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর জোর দেন।
তিনি আরও বলেন, বেটি বাঁচাও বেটি পড়াও-এর মতো উদ্যোগগুলি লিঙ্গ সমতাকে উন্নীত করার জন্য এবং মেয়েদের সামাজিক উন্নয়নের সুযোগ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ দিন জেলা আয়ুক্ত কার্যালয় থেকে শুরু হয়ে র্যালি শিলচর সার্কিট হাউসে গিয়ে সমাপ্ত হয়।