ট্র্যাক্টর-ট্রাকের সংঘর্ষ, হত ১০ শ্রমিক
৪ অক্টোবর : ট্র্যাক্টর ট্রলারের সঙ্গে ট্রাকের সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু হল দশ শ্রমিকের। বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মির্জাপুর এলাকায়। তিন জন শ্রমিক গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
জানা গেছে, ১৩ জন শ্রমিক ট্র্যাক্টর ট্রলারে চেপে বারাণসীর দিকে যাচ্ছিলেন। একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পিছন থেকে ট্রাক্টরটিকে ধাক্কা মারে। মির্জাপুরের এসপি অভিনন্দন কুমার জানিয়েছেন, ‘রাত একটা নাগাদ ঘটনাটি ঘটে জিটি রোডে। ১৩ জন শ্রমিককে নিয়ে একটি ট্র্যাক্টর বারাণসীর দিকে যাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক সেটিকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মারা যান দশ জন। তিন জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।’ জানা গেছে আহতরা বারাণসী হিন্দু বিশ্ববিদ্যালয় ট্রমা সেন্টারে চিকিৎসাধীন।
পুলিশ সূত্রে আরও জানা গেছে কাজ সেরে বাড়ি ফিরছিলেন শ্রমিকরা। প্রত্যেকেরই বাড়ি বারাণসীর মির্জামুরাদ এলাকায়। মৃতদেহ ময়নাতদন্তের পরিবার পরিবারের হাতে তুলে দেওয়া হবে। কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন। আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি।
খবর : আজকাল ডট ইন।