সচল পাহাড় লাইন, রবিবার সকাল থেকে যাত্রীবাহী রেল সম্ভাবনা
বরাক তরঙ্গ, ২ নভেম্বর : প্রায় দু’দিন পর সচল হল লামডিং-বদরপুর পাহাড় লাইন। তবে আগামীকাল রবিবার থেকে যাত্রীবাহী রেল চলাচল করার সম্ভাবনা রয়েছে। শনিবার বিকেল দিকে কাজ সারিয়ে লাইন সচল করা হয়। দেওয়া হয়েছে ট্র্যাক সার্টিফিকেট। লাইন সচল হলেও প্রথমে পরীক্ষামূলকভাবে লাইট ইঞ্জিন এবং পণ্যবাহী ট্রেন চালানো হবে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল রবিবার সকাল থেকে যাত্রীবাহী রেল চালানোর জন্য সবুজ সংকেত দেওয়া হতে পারে, জানিয়েছেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা।
কপিঞ্জল কিশোর শর্মা জানিয়েছেন, ইতিমধ্যে রেলপথ মেরামত করে ট্র্যাক সার্টিফিকেট দেওয়া হয়েছে। প্রথমে পরীক্ষামূলকভাবে লাইট ইঞ্জিন এবং পণ্যবাহী ট্রেন চালানোর পর যাত্রী সুরক্ষার বিষয়টি ১০০ শতাংশ নিশ্চিত হলে যাত্রীবাহী ট্রেন চালানো হবে। উল্লেখ্য, ৩১ অক্টোবর লামডিং-বদরপুর পাহাড় লাইনের মুপায় ৫২/৫ কিলোমিটারে ২ নম্বর টানেলে পণ্যবোঝাই ট্রেন লাইনচ্যুত হওয়ার জেরে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছিল।