অভিযোগ নিয়ে বিজেপি-তিপ্রা মথার যৌথ বৈঠক
বরাক তরঙ্গ, ২৩ সেপ্টেম্বর : দু’দলের যৌথ বৈঠকে তিপ্রা মথা দলের অভিযোগ মিথ্যে বলে প্রত্যাখ্যান করলো বিজেপি। নিয়মিত পঞ্চায়েত অফিস খোলা হয় না, তাই সাধারণ মানুষ সঠিকভাবে পরিষেবা পায় না।এমন অভিযোগ তুলেছিল তিপ্রা-মথা দলের জনা দুয়েক নেতা। এমনকি দলের নোয়াগাঁও সাব-জোনালের চেয়ারম্যানও একই অভিযোগ তুলেন। এই অভিযোগ তুলে গত ২০ সেপ্টেম্বর ভুল তথ্য দিয়ে একটি সংবাদ পরিবেশন করানো হয়েছিল।
সোমবার দুপুর বারোটা নাগাদ যৌথ বৈঠকের মাধ্যমে এমন অভিযোগ প্রত্যাখান করলো বিজেপি দলের নেতৃত্বরা। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ৫৭নং যুবরাজ নগর বিধানসভা কেন্দ্রের জৈইথাং এডিসি ভিলেজে।উল্লেখ্য রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের শপথ গ্রহণ অনুষ্ঠানের পর নতুনভাবে প্রতিটি পঞ্চায়েতে শুরু হয়েছে পঞ্চায়েত পরিচালনার কাজ।ঠিক একইভাবে এডিসি ভিলেজ গুলোতেও সরকারিভাবে সাধারণ মানুষকে পরিষেবা দিতে ইতিমধ্যে শুরু হয়েছে কাজকর্ম। এমতাবস্থায় বিজেপির শরিক দল তিপ্রা মথার নোয়াগাঙ্গ সাব জোনালের চেয়ারম্যান লালা হালাম সহ দু একজনের প্ররোচনায় পড়ে সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে অভিযোগ তুলেছিলেন পঞ্চায়েত সচিব মন্তোষ রায়ের বিরুদ্ধে। পঞ্চায়েত সচিব নাকি সময়মতো অফিসে আসেন না এবং প্রায়ই জৈইথাং এডিসি ভিলেজ বন্ধ থাকে।তাতে করে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। আদতে তাকে উপ্তাখালি, জৈইথাং ভিলেজ এবং ৫৭নং যুব রাজনগর বিধানসভা কেন্দ্রের ৪নং বুথের বি এল ও হিসাবে নিযুক্ত করা হয়েছে।তাই পঞ্চায়েত সচিব এর উপর বাড়তি চাপ থাকায় তিনি মাঝে মধ্যে সময় মতো অফিসে না আসতে পারলেও জৈইথাং এডিসি ভিলেজ নিয়মিত খোলা থাকে।
জিআরএস প্রভাত চন্দ রোজদিন অফিস খোলেন বলে দাবি করেন সমাজসেবী গীতা হালাম যুবরাজনগর ব্লক ভাইস চেয়ারম্যান সমরেন্দ্র নাথ সহ অন্যান্যরা। মূলতঃ এই বিষয় নিয়ে বিজেপি ও তিপ্রা মথা দলের নেতৃত্ব ও কর্মী সমর্থকদের নিয়ে এক যৌথ বৈঠক অনুষ্ঠিত হয় জৈইথাং এডিসি ভিলেজে।এদিনকার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে বিজেপি এবং তিপ্রামথা যেহেতু শরীক দল তাই একে অন্যকে এভাবে মিথ্যা দোষারোপ ও অভিযোগ না করে সবাই মিলে সাধারণ মানুষের হয়ে কাজ করে যাবেন এবং সরকারি সব ধরনের সুযোগ সুবিধা এডিসি ভিলেজ এলাকার মানুষ আগে যেভাবে পেয়েছেন এখনো সেভাবেই পাবেন। এর জন্য এদিনকার বৈঠকের মধ্য দিয়ে সকলের সহযোগিতা এবং আন্তরিকতা কামনা করেন যুবরাজ নগর ব্লকের ভাইস চেয়ারম্যান সমরেন্দ্র নাথ।