বরাক তরঙ্গ, ১৬ জানুয়ারি : আলফা (স্বাধীন)-এর এক সক্রিয় সদস্য নিরাপত্তা বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে। অঞ্চলে সক্রিয় উগ্রপন্থী গোষ্ঠীগুলিকে দুর্বল করার লক্ষ্যে সেনাবাহিনীর চলমান অভিযানের মধ্যেই ওই ক্যাডার আত্মসমর্পণ করে।
আত্মসমর্পণকারী ক্যাডারটির নাম অমরজিৎ মরাণ, এবং তাঁর সাংগঠনিক নাম ধনঞ্জয় বলে জানা গেছে।
সরকারি সূত্র জানিয়েছে, নাগাল্যান্ডের মন শহরে তিনি নিরাপত্তা বাহিনীর কাছে অস্ত্রশস্ত্র জমা দেন। এরপর তাঁর আত্মসমর্পণের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করা হয়। অমরজিৎ মরাণ তিনসুকিয়া জেলার পেঙ্গেরী থানার অন্তর্গত ১ নম্বর নলিনী গ্রামের বাসিন্দা পবন মরাণের পুত্র। বর্তমানে সরকারি নীতি অনুযায়ী তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা ও পুনর্বাসন সংক্রান্ত প্রক্রিয়া শুরু করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
নিরাপত্তা সংস্থাগুলি এই আত্মসমর্পণের ঘটনাকে একটি ইতিবাচক সংকেত হিসেবে দেখছে। তাদের মতে, উগ্রপন্থী সংগঠনগুলির ওপর অব্যাহত চাপের ফলেই ক্যাডাররা ধীরে ধীরে মূলস্রোতে ফিরে আসছে।



