দুই সন্তানের জননীকে ধর্ষণ করে শরীরে অ্যাসিড হামলা রাজঘাটে

বরাক তরঙ্গ, ২৯ জানুয়ারি : গৃহকর্তা বাড়িতে না থাকার সুযোগ কাজে লাগিয়ে গৃহে প্রবেশ করে সন্তানদের সামনে হাত-পা বেধে মহিলাকে ধর্ষণ করে, গায়ে অ্যাসিড ঢেলে পালিয়ে যায় দুষ্কৃতীরা। তেমনি এক জঘন্যত ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গোটা উপত্যকা জুড়ে। অভিযোগ দক্ষিণ ধলাইয়ের রাজঘাট গ্রামের বাসিন্দা দিনমজুরের স্ত্রীর উপর কু-দৃষ্টি ছিল গ্রামের এই বাসিন্দা লম্পট অতীতে বহু অপরাধের সঙ্গে জড়িত যুবকের। অভিযোগ বিভিন্ন সময়ে লম্পট যুবকটি গৃহবধূকে বিভিন্নভাবে উত্যক্ত করে আসছিল। ঘটনার দু’দিন আগে বাড়িতে উপস্থিত হয়ে মহিলার কাছ থেকে ফোন নম্বর চায় লম্পট যুবক। তখন মহিলা ফোন নম্বর না দিয়ে তাকে উল্টো ২-৪ কথা শুনিয়ে দেন। অভিযোগ গত ২২ জানুয়ারি তারিখে রাত ১১ টা কাছাকাছি সময়ে সেই লম্পট যুবক মহিলার গৃহে প্রবেশ করে হাত-পা বেধে কুকর্ম চরিতার্থ করে মহিলার উপরে অ্যাসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। মহিলার স্বামীর বক্তব্য অনুসারে ঘটনাস্থল থেকে সরে যাওয়ার পর সেই যুবক আবার তাকে ফোন করে জানায় স্ত্রীকে বাঁচাতে হলে যেন, তাড়াতাড়ি বাড়ি ফিরে। তখন বাড়ি থেকে ৫০০ মিটার দূরত্বে বোনের বাড়িতে ছিলেন মহিলার স্বামী। তিনি দৌড়ে বাড়ি ফিরেন, ঘরে প্রবেশ করে স্ত্রীর অবস্থা দেখে হতভম্ভ হয়ে পড়েন।

দৌড়ে গিয়ে আশপাশের মানুষদের ঘুম থেকে জাগিয়ে প্রতিবেশীদের সহযোগিতায় মহিলাকে উদ্ধার করে ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক মহিলাকে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। কিংকর্তব্যবিমূঢ় গৃহকর্তা স্ত্রীকে মেডিক্য়ালে না নিয়ে বাড়িতে ফিরে আসেন। এখানে দুই একজন গ্রাম্য বিচারের মাধ্যমে বিষয়টি মীমাংসা করে দিবেন লম্পট যুবকের পক্ষ থেকে এমন প্রস্তাব আসে।

এদিকে, বাড়িতে দু’দিন থাকার পর সঙ্গিন হয়ে উঠছিল মহিলার অবস্থা। তখন মহিলাকে নিয়ে যাওয়া হয় শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে। অ্যাসিড আক্রমণে শরীরের বৃহৎ অংশ পড়ে গিয়েছে মহিলার। জানা গেছে, শরীরে যে রাসায়নিক ঢেলে দেওয়া হয়েছে সেই রাসায়নিক মহিলাকে খাইয়েও দেওয়া হয়েছে। এমতাবস্থায় গত ২২ জানুয়ারি তারিখ থেকে এখন অবদি মহিলার পেটে কোন দ্রব্য যায়নি। শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে বর্তমান সময়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন মহিলা। ঘটনার সুবিচার চেয়ে লম্পটে যুবককের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন মহিলার স্বামীসহ প্রতিবেশীরা। 

দুই সন্তানের জননীকে ধর্ষণ করে শরীরে অ্যাসিড হামলা রাজঘাটে
দুই সন্তানের জননীকে ধর্ষণ করে শরীরে অ্যাসিড হামলা রাজঘাটে

Author

Spread the News