ইন্ডিয়ান রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের অসম রাজ্য কমিটির উপসভাপতি পদে সঞ্জীব

বরাক তরঙ্গ, ২৯ জানুয়ারি : ইন্টারন্যাশনাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের শাখা সংগঠন ইন্ডিয়ান রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের অসম রাজ্য কমিটির উপসভাপতি হিসেবে নিযুক্তি পেলেন শিলচরের বরাক বার্তা নিউজ চ্যানেলের কর্ণধার সঞ্জীব কুমার সিং। ২৯ জানুয়ারি গুয়াহাটিতে আয়োজিত সভায় সর্বসম্মতিক্রমে তাঁকে এই দায়িত্বভার প্রদান করা হয় উল্লেখযোগ্য কেন্দ্রীয় কমিটির সভাপতি ড. মোহাম্মদ তারিক জাকিের নির্দেশে কমিটি গঠন সেতু আতিকুর রহমান অমর দাস এবং অসম রাজ্যের বিভিন্ন জেলার প্রমুখ সাংবাদিকদের উপস্থিতিতে বরাক উপত্যকা সহ অসম রাজ্যের সহ-সভাপতি পদের দায়িত্ব বরাকের সন্তান সঞ্জীব সিং কে প্রদান করায় সাংবাদিকদের মধ্যে খুশির হাওয়া বইছে।

ইন্ডিয়ান রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের অসম রাজ্য কমিটির উপসভাপতি পদে সঞ্জীব

আন্তর্জাতিক সংগঠনের শাখা সংগঠন হিসাবে ইন্ডিয়ান রিপোর্টার্স অ্যাসোসিয়েশন সাংবাদিকদের সুরক্ষা আর্থিক স্বচ্ছতা সুচারু আয়ের পরিকল্পনা স্বাস্থ্য সুরক্ষা পরিবার পরিকল্পনা শিক্ষাদীক্ষা ও উচ্চ অধ্যয়নের ক্ষেত্রে সাংবাদিকদের পরিবার সদস্যদের সরকারি পরিকল্পনার অধীনে সহযোগিতা করা সাংবাদিক নির্যাতন কিংবা হত্যাকাণ্ডের বিরুদ্ধে অতিসত্বর আন্দোলন ও কড়া পদক্ষেপ গ্রহণ করা সহ সাংবাদিকদের কর্মজীবনে বীমা করনের বিভিন্ন সুবিধা বিগত দশ বছর ধরে প্রদান করে আসছে। রাজ্যিক উপ-সভাপতি হিসেবে কাছাড় করিমগঞ্জ হাইলাকান্দি জেলা সহ আসাম রাজ্যের প্রায় সব কটি জেলায় স্থায়ী কমিটি গঠন করার দায়িত্ব ও সমঝো দেওয়া হয়েছে।

ইন্ডিয়ান রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের অসম রাজ্য কমিটির উপসভাপতি পদে সঞ্জীব

এদিন রাজ্যের জেলাভিত্তিক প্রথম সম্মেলনে এই দায়িত্ব তাঁর হাতে অর্পণ করা হয়। আগামী দিনের সাংবাদিকদের যেকোনও ধরনের সুবিধা অসুবিধা কিংবা নির্যাতন সহ যেকোনো সমস্যার ক্ষেত্রে সংগঠন একাগ্র চিত্তে এক পায়ে দাঁড়িয়ে লড়াই করে যাবে বলে দিল্লি থেকে ভিডিও কলের মাধ্যমে আন্তর্জাতিক সাংবাদিক সংস্থার ভারতীয় শাখার কেন্দ্রীয় সভাপতি ড. মোহাম্মদ তারিক জাকির আশ্বাসন ও উৎসাহ প্রদান করেন। আগামী দিনে কাছার শ্রীভূমি হাইলাকান্দি জেলায় নতুন কমিটি গঠন করার লক্ষ্যে সভায়োজিত হবে। রাজ্যের প্রায় সব কটি জেলায় ও উপজেলায় সদস্যদের সক্রিয় অবদানের জন্য আবেদন করা হয়েছে।

ইন্ডিয়ান রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের অসম রাজ্য কমিটির উপসভাপতি পদে সঞ্জীব

সদস্য পদ গ্রহণের ক্ষেত্রে কোন ধরনের আর্থিক অনুদান দিতে হবে না শুধু নিজেদের ভোটার আইডি কার্ড এবং আধার কার্ড পাঠিয়ে দিতে হবে নির্দিষ্ট ঠিকানায় সরকারি সব ধরনের সাহায্য সহযোগিতা ও অন্যান্য সুবিধা প্রদান করা হবে সাংবাদিকদের। বিষয়কে কেন্দ্র করে নবগঠিত কমিটির কর্মকর্তাদের মধ্যে আনন্দের জোয়ার পরিলক্ষিত হয়। সভার প্রথম দিকে বিভিন্ন ঘটনা দুর্ঘটনা ও নির্যাতনে মৃত আহত সাংবাদিকদের স্মৃতিতে এবং ঘটনার পরিপ্রেক্ষিতে এক মিনিটের নীরবতা পালন করা হয়।

Author

Spread the News