মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ২১ ডিসেম্বর : এক ভাগ গম্ভীর অনুষ্ঠানে মধ্যে দিয়ে রবিবার আছিমগঞ্জ হজ সেবাকেন্দ্রের উদ্যোগে আছিমিয়া এমই মাদ্রাসার প্রেক্ষাগৃহে বৃহত্তর আছিমগঞ্জ–পাথারকান্দি অঞ্চলের প্রবীণ ও নবীন কৃতী ব্যক্তিত্বদের সংবর্ধনা প্রদান করা হয়। নিজ নিজ ক্ষেত্রে অসামান্য সাফল্য ও সমাজে অনুকরণীয় অবদানের স্বীকৃতিস্বরূপ এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংবর্ধিত কৃতীরা হলেন আলহাজ মওলানা উসমান আলি, প্রাক্তন সহকারী শিক্ষক, আছিমিয়া সিনিয়র মাদ্রাসা; আলহাজ্ করামত আলি, প্রাক্তন সহকারী শিক্ষক, আছিমিয়া উচ্চমাধ্যমিক বিদ্যালয় জনাব মইন উদ্দিন, প্রাক্তন প্রধান শিক্ষক টুকেরবাজার হাইস্কুল মনসুর আহমেদ, সিনিয়র প্রজেক্ট ম্যানেজার, কগনিজেন্ট লিডারশিপ টিম (আমেরিকা-কানাডা) এবং মনসুর মোস্তফা, গ্রেড–এ অফিসার, পরিকল্পনা ও বাণিজ্য উন্নয়ন বিভাগ, আইওসিএল, পাণিপথ রিফাইনারি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আছিমগঞ্জ হজ্ব সেবাকেন্দ্রের সভাপতি মোঃ মুসা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাছাড় কলেজের উপাধ্যক্ষ মোঃ সামস উদ্দিন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাফরগড় এক্সটেন্ডেড উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ নজমুল ইসলাম, এরালিগুল পাবলিক হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ সিরাজ উদ্দিন, জুড়বাড়ি ইউসুফ আলি, এমই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুল হাসিব এবং হাফলং লোদী হাইস্কুলের প্রধান শিক্ষক আ ফ ম ইকবালসহ বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবীরা। বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, সমাজ গঠনে শিক্ষকদের অবদান অপরিসীম এবং নতুন প্রজন্মকে সঠিক পথে এগিয়ে নিতে কৃতীদের জীবন ও কর্ম অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। অনুষ্ঠানে সংবর্ধিত ব্যক্তিত্বরা তাঁদের অনুভূতি ব্যক্ত করে কৃতজ্ঞতা প্রকাশ করেন।উল্লেখযোগ্য যে, অনুষ্ঠানে এবছরের শতাধিক হজ্ব যাত্রী উপস্থিত ছিলেন। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সামাজিক সৌহার্দ্যের এক অনন্য মিলনমেলায় পরিণত হয় এই সংবর্ধনা অনুষ্ঠান।


