কৃতী ছাত্রী মিনাক্ষী শর্মাকে সংবর্ধনা সর্বধর্ম সমন্বয় সভার
বরাক তরঙ্গ, ৮ জুলাই : প্রয়াত সাংবাদিক মলিন শর্মার মেয়ে কৃতী ছাত্রী মিনাক্ষী শর্মাকে সংবর্ধনা জানাল বরাক উপত্যকা সর্বধর্ম সমন্বয় সভার কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ। সম্প্রতি সিবিএসই বোর্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মিনাক্ষী ৮৫ শতাংশ নম্বর পেয়ে সবাইকে চমকে দিয়েছে। পিতৃহীন এই মেয়ের সংগ্রামী সাফল্যে আবেগে ভেসেছে অনেকেই। সোমবার দুপুরে শিলচরের জেল রোডে অবস্থিত বরাক অ্যারিয়া প্রেসবিটেরিয়ান চার্চ অ্যান্ড মিশনের প্রশাসনিক সচিব রেভারেন্ড লালরিনথারার বাংলোয় আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে মিনাক্ষীর হাতে তুলে দেওয়া হয় উত্তরীয়, অভিনন্দনপত্র এবং উপহার সামগ্রী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সর্বধর্ম সমন্বয় সভার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এইচ এম আমির হোসেন, কাছাড় ক্যান্সার হাসপাতালের প্রতিষ্ঠাতা সদস্য কল্যাণকুমার চক্রবর্তী, বিশিষ্ট শিক্ষাবিদ আব্দুর রহমান লস্কর ও সমাজকর্মী তুহিনকান্তি ঘোষ। কল্যাণকুমার চক্রবর্তী স্মরণ করিয়ে দেন, “মিনাক্ষী তার বাবার আদর্শকে বয়ে নিয়ে যাচ্ছে। আমরা চাই সে সততা ও নিষ্ঠায় পথ চলুক। সংবর্ধনা গ্রহণ করে আবেগঘন কণ্ঠে মিনাক্ষী সকলের আশীর্বাদ কামনা করে ধন্যবাদ জানায়। পাশাপাশি, তার অসুস্থ মা সীমা শর্মা সর্বধর্ম সমন্বয় সভার এই মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সমাজের আরও সহযোগিতা কামনা করেন। মিনাক্ষীর এই সাফল্য শুধু তার নয় এটা গোটা বরাক উপত্যকার গর্ব।
