শিশুকন্যা খুনের অভিযুক্তকে সাতবছর কারাদণ্ড হাইলাকান্দিতে
বরাক তরঙ্গ, ৩০ জানুয়ারি : ছয় বছরের নাবালিকাকে অপহরণ ও খুনের ঘটনার ১৫ বছর বয়সী অভিযুক্তকে সাত বছরের কারাদণ্ড দিল আদালত। মঙ্গলবার একথা জানান চিফ পাবলিক প্রসিকিউটর সাহাব উদ্দিন লস্কর, পাবলিক প্রসিকিউটর দেবজিৎ চক্রবর্তী। সোমবার হাইলাকান্দি জেলা এবং দায়রা জজ মামলার চূড়ান্ত রায়ে অভিযুক্তকে সাতবছর কারাদণ্ড দেন।
উল্লেখ্য, ২০২২ সালের ৯ ফেব্রুয়ারি সুলতানি গ্রাণ্টে ওই শিশুকে অপহরণের পর খুন করে মাটিতে পুতে রাখা হয়। একদিন পর তার মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, এলাকা থেকে ১৫ বছর বয়সী এক ছেলেকে আটক করা হয়েছে এবং সে তার অপরাধ স্বীকার করেছে।
১৪ ফেব্রুয়ারি, অভিযুক্ত কিশোরকে জুভেনাইল জাস্টিস (কেয়ার অ্যান্ড প্রোটেকশন অফ চিলড্রেন) অ্যাক্ট, ২০১৫ এর অধীনে গ্রেফতার করা হয়। সাক্ষী প্রমাণ নষ্ট করার চেষ্টার জন্য তার বাবাকে গ্রেফতার করে।
সোমবার বিশেষ বিচারক সঞ্জয় হাজরিকা এই সাজা ঘোষণা করেন।