শ্রীভূমিতে মুখ্যমন্ত্রীকে স্মারকপত্র প্রদান একোমোডেটেড টিউটরদের

মোহাম্মদ জনি, শ্রীভূমি। 
বরাক তরঙ্গ, ১৫ জানুয়ারি : জনস্বার্থের দাবি নিয়ে শাসকের দ্বারস্থ হওয়া সবসময় সহজ নয়। তবে ন্যায্য অধিকার ও সম্মানের দাবিতে দৃঢ় সংকল্প থাকলে অল্প সময়ের মধ্যেও বড় বার্তা পৌঁছে দেওয়া যায়। ঠিক তেমনই এক দৃশ্যের সাক্ষী থাকল শ্রীভূমি শহর, যেখানে মুখ্যমন্ত্রীর ব্যস্ত ঝটিকা সফরের ফাঁকে নিজেদের দীর্ঘদিনের বঞ্চনা, সংগ্রাম ও দাবি তুলে ধরলেন একোমোডেটেড টিউটর সংস্থার প্রতিনিধিরা। মঙ্গলবার শ্রীভূমিতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এক ঝটিকা সফরে উপস্থিত হন। জেলার একোমোডেটেড টিউটর সংস্থার এক প্রতিনিধি দল রেডক্রসের সম্মুখবর্তী স্থানে মুখ্যমন্ত্রীর গাড়ি থামিয়ে স্মারকপত্র প্রদান করেন। সেসময় একোমোডেটেড টিউটর সংস্থার পক্ষ থেকে কোষাধ্যক্ষ রাহুল রায় মুখ্যমন্ত্রীকে একটি গামছা পরিয়ে সম্মান জানান। পাশাপাশি তিনি একোমোডেটেড টিউটরদের দৈনন্দিন জীবনসংগ্রাম, আর্থিক দুরবস্থা ও পেশাগত অনিশ্চয়তার করুণ চিত্র মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরেন। এ সময় তিনি টিউটরদের বেতন বৃদ্ধির দাবি এবং তাঁদের প্রাপ্য শিক্ষকের মর্যাদা দেওয়ার বিষয়ে বিস্তারিত উল্লেখ করে স্বাক্ষর সম্বলিত একটি স্মারকপত্র মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেন।

একই সময় মুখ্যমন্ত্রীর কনভয়ের সামনে উপস্থিত থেকে সংস্থার আরেক কর্মকর্তা  খয়রুল এনাম চৌধুরীও মুখ্যমন্ত্রীর কাছে একোমোডেটেড টিউটরদের দীর্ঘদিনের দুঃখ-দুর্দশার কথা তুলে ধরেন। তিনি আপাতত বেতন বৃদ্ধির ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে রাজ্যের সকল একোমোডেটেড টিউটরদের শিক্ষকের মর্যাদা প্রদানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আবেদন জানান। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়ে বলেন, “এই বিষয়টি আমার নলেজে রয়েছে। শীঘ্রই এ ব্যাপারে আমি কিছু করার চেষ্টা করব।

উল্লেখ্য, এই সাক্ষাৎকালে জেলা একোমোডেটেড টিউটর সংস্থার পক্ষ থেকে কোষাধ্যক্ষ রাহুল রায় ছাড়াও ভাস্কর জ্যেতি দেব, বর্ণিতা সেন, আবু চৌধুরী সহ আরও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *