সাতকরাকান্দি জিপির একটি বুথ সেন্টারের প্রায় চারশো ভোটার বাদ, সরব

নিপ্পু লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ১৮ ডিসেম্বর : পঞ্চায়েত এলাকার খসড়া ভোটার তালিকায় ব্যাপক বিসঙ্গতির ফলে সরব হলেন সোনাইর একাংশ লোক। সাতকরাকান্দি জিপির ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন ১৯৩ নং বুথ সেন্টারের প্রায় ৪০০ ভোটার। বুধবার এনিয়ে সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভ প্রকাশ করে সোনাবাড়িঘাট জিপির প্রাক্তন সভানেত্রীর প্রতিনিধি সামসুল ইসলাম বড়ভূইয়া বলেন, খসড়া ভোটার তালিকায় ব্যাপক অনিয়ম হয়। চূড়ান্ত তালিকাটি সঠিকভাবে ঠিকঠাক করা না হলে বিপাকে পড়বেন জনগণ। খসড়ায় এক সেন্টারের ৪০০ ভোট কর্তন রয়েছে। এর উপর এক গ্রামের ভোট অন্য গ্রামের সেন্টারে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রায় তিন-চার কিলোমিটার দূরত্বে কারও ভোট থাকলে কেউ ভোট দিতে যাবে না। তাই চূড়ান্ত তালিকাটি সঠিকভাবে প্রকাশ করা না হলে আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন সামসুল ইসলাম। এনিয়ে একটি স্মারকলিপিও সোনাই সার্কল অফিসারের কাছে জমা দিয়েছেন বলে জানান।

এদিকে, সাতকরাকান্দি জিপির খসড়া ভোটার তালিকায় বিসংগতির খবর পেয়ে বুধবার জিপি কার্যালয়ে ছুটে যান সার্কল অফিসার মারিয়া তানিম। তিনি খসড়াটি দেখে বিষয়বস্তু জানার চেষ্টা করেন জিপি সচিব মিফতা উদ্দিন মজুমদার ও স্থানীয় লোকদের কাছ থেকে।

সাতকরাকান্দি জিপির একটি বুথ সেন্টারের প্রায় চারশো ভোটার বাদ, সরব

Author

Spread the News