বড়খলার বন্যা পরিস্থিতি পরিদর্শন অভিজিৎ পালের

বরাক তরঙ্গ, ১ জুন : ক্রমে ভয়াবহ রূপ নিচ্ছে পশ্চিম শিলচর সহ বড়খলার বন্যা পরিস্থিতি। বরাক ও হারাং নদীর জলস্তর বৃদ্ধির ফলে স্থানে স্থানে বিধ্বস্থ হয়েছে পড়েছে জনজীবন। বড়খল ও পশ্চিম শিলচর এলাকার অসংখ্য গ্রাম ইতিমধ্যে বন্যার জলে প্লাবিত করেছে। মানুষে বাড়ি-ঘর সহ দোকানপাট, বাজারহাট ইতিমধ্যে জলের তলায়। ফলে হাহাকার পরিবেশেশের সৃষ্টি হয়েছে বন্যাক্রান্তদের মধ্যে।

রবিবার বন্যা কবলিত পশ্চিম শিলচর এলাকা পরিদর্শন করেছেন জেলা কংগ্রেস সভাপতি অভিজিত পাল। নবনির্বাচিত জেলা পরিষদ সদস্য নুর ইসলামকে সঙ্গে এদিন পশ্চিম শিলচর এলাকর বন্যা কবলিত অঞ্চলে গিয়ে পরিস্থিতির খবর নেন অভিজিত৷ বন্যাক্রান্তদের উদ্ধার সহ পর্যাপ্ত  ত্রাণ বণ্টনের দাবি জানান অভিজিত। সঙ্গে সূ্র্যকান্ত সরকার সহ অন্যান্যরা ছিলেন।

বড়খলার বন্যা পরিস্থিতি পরিদর্শন অভিজিৎ পালের
Spread the News
error: Content is protected !!