মধুরা নদী ভয়াবহ আকার, পরিদর্শন মিহির-কণাদের
বরাক তরঙ্গ,১ জুন : তিনদিনের ধারা বর্ষণে মধুরা নদী ভয়াবহ আকার ধারণ করায় জলমগ্ন হয়ে পড়ল উধারবন্দের বিভিন্ন এলাকা। রবিবার সকাল থেকে মধুরা নদীর জল ঢুকতে শুরু করে বিভিন্ন জনবসতি এলাকায়। এতে কয়েকঘণ্টার মধ্যে বন্যায় প্লাবিত হয়ে পড়ে দয়াপুর প্রথম খণ্ড, ডুমুরঘাট, বালিঘাট, টুকরপাড়া, পানগ্রাম দ্বিতীয় ও তৃতীয় খণ্ড, বাজারঘাট উধারবন্দের বাজার এলাকা, দেববস্তী, ছয়মাইল, সাইবাগ, সনাতন পল্লী, হজপুর, গোঁসাইপুর, লাঠিগ্ৰাম সহ বহু এলাকা।
একসময় বন্যার জল ভিআইপি সড়কের উপর দিয়ে বইতে শুরু করে। ঝুঁকে এড়াতে প্রশাসনের তরফে ভিআইপি সড়ক দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হলে উধারবন্দ ডলু সড়ক হয়ে যান চলাচল করতে দেখা যায়। বন্যার জেরে বহু পরিবার ঘরছাড়া হয়েছেন। ঘরের মূল্যবান সামগ্ৰী সহ গবাদি পশুদের নিয়ে নিরাপদস্থানে আশ্রয় নিয়েছেন অনেকে। তবু বহু পরিবার নিরাপদ আশ্রয়ের সন্ধানে রয়েছেন।
এদিকে, এদিন সকালে বন্যা ক্লান্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করতে দেখা যায় উধারবন্দের বিধায়ক মিহিরকান্তি ও বিজেপি নেতা কণাদ পুরকায়স্থকে।
