সাইকেলে পাথারকান্দি থেকে কেদারনাথ মন্দিরে পৌঁছলেন অভি

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ২৬ আগস্ট : ইচ্ছা শক্তি বড় শক্তি তা ফের প্রমাণ করে দেখালো পাথারকান্দি এক উঠতি যুবক। ওই যুবক সাইকেলে পঞ্চ কেদারনাথ মন্দিরে পৌঁছেছেন। পাথারকান্দি শহরের লাগুয়া উনামগ্রামের অভি সিনহা নামে যুবক গত ২১ জুলাই পাথারকান্দি থেকে সাইকেল চালিয়ে উত্তরাখণ্ডের পঞ্চ কেদারনাথ মন্দির দর্শনে বের হয়েছিলেন। ৩৫ দিন সাইকেল চালিয়ে সোমবার কেদারনাথে পৌছায়।

সে কেদারনাথ পৌছার আগে প্রায় ১০ কিলোমিটার জায়গা হঠাৎ ভূমিস্থলন হয়ে সেখানকার ‘ফাটা’ নামক এলাকা থেকে সেই ১০ কিলোমিটার জায়গা হেলিকপ্টারের সাহায্য নিতে হয়েছে অভির। অবশেষে সোমবার বেলা ২ টায় কেদারনাথে পৌছেছেন। হঠাৎ ভূমিস্থলন হয়ে বিপদের সম্মুখীন হওয়ায় অভিকে পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল সহ অনেকে বহু ধরনের সাহায্য সহযোগিতা করেছেন। পাথারকান্দির উনামগ্রামের অখিল সিনহা ও বিমলা সিনহার সন্তান অভি সিনহা।

সাইকেলে পাথারকান্দি থেকে কেদারনাথ মন্দিরে পৌঁছলেন অভি

উল্লেখ্য, এর আগেও পাথারকান্দি রাজেশ দাস নামের এক যুবক সাইকেল চালিয়ে পাথারকান্দি থেকে লাদাখ যাত্রার করেছিলেন। এবার পাথারকান্দি থেকে অভি সিনহা কেদারনাথে গিয়ে পৌছলো।

সাইকেলে পাথারকান্দি থেকে কেদারনাথ মন্দিরে পৌঁছলেন অভি
সাইকেলে পাথারকান্দি থেকে কেদারনাথ মন্দিরে পৌঁছলেন অভি

Author

Spread the News