‘আমার মাটি আমার দেশ’: দিগরখাল হাইস্কুলের ছাত্রছাত্রীদের শোভাযাত্রা

বরাক তরঙ্গ, ৩০ সেপ্টেম্বর : ‘আমার মাটি আমার দেশ’ কার্যসূচীর অধীনে শনিবার এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেন দিগরখাল হাইস্কুলের ছাত্রছাত্রীরা। স্কুল থেকে শোভাযাত্রাটির শুভারম্ভ করেন প্রধান শিক্ষক সুভাষ ভট্টাচার্য। ৬ নম্বর জাতীয় সড়ক হয়ে দিগরখাল ফুটবল মাঠে এসে শোভাযাত্রাটি শেষ হয়। এতে সহস্রাধিক ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকারা অংশগ্রহণ করেন। স্কুলের শিক্ষকরা জানান ‘আমার মাটি আমার দেশ’ কার্যসূচী সফল করতে এই শোভাযাত্রা আয়োজন করা হয়েছে।

'আমার মাটি আমার দেশ': দিগরখাল হাইস্কুলের ছাত্রছাত্রীদের শোভাযাত্রা

এছাড়াও শিক্ষকরা জানান, ১৯৬৯ সালে দিগরখাল হাইস্কুল স্থাপিত হয়েছে। ইতিমধ্যে ওই স্কুল ৫০ বছর পার করেছে। কিন্তু করোনাকালের জন্য সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান করা সম্ভব হয়নি। তাই এবছরের শেষের দিকে এক বছর ব্যাপী সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের শুভারম্ভ হবে।

Author

Spread the News