সোনাই-স্বাধীন বাজার পর্যন্ত রাস্তা বেহাল, সরব আম আদমি পার্টি

হিবজুর রহমান, শিলচর।
বরাক তরঙ্গ, ১৫ মে : সোনাই সেতু থেকে স্বাধীন বাজার পর্যন্ত জরাজীর্ণ রাস্তার হাল ফেরানোর দাবি জানাল আম আদমি পার্টি। বুধবার কাছাড়ের জেলাশাসকের কাছে এ দাবি জানিয়েছে এক স্মারকপত্র প্রদান করেন আম আদমি পার্টির কর্মকর্তারা।

স্মারকপত্র প্রদানের পর দলের কর্মকর্তা আইনজীবী শামসুজ্জামান মজুমদার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, বিগত নির্বাচনে স্থানীয় বিধায়ক প্রতিশ্রুতি দিয়েছিলেন যে সোনাই কেন্দ্রের সবক’টি রাস্তা মেরামত করে দেবেন কিন্তু কাজের কাজ কিছুই হল না। সোনাইর বিধায়কের মুখে শুধু উন্নয়নের কথা শোনা যায় কিন্তু বাস্তবে উন্নয়নের কোনও মুখ দেখা যায় না। তিনি আরও বলেন, এই রাস্তার মেরামতের কাজ যদি করা না হয় তাহলে আগামীদিনে আম আদমি পার্টির কর্মকর্তারা গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন।

তিনি এও বলেন, জেলাশাসক আশ্বাস দিয়েছেন যে বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিহিত ব্যবস্থা নেবেন।

Author

Spread the News