অসংযত অবস্থায় ফ্ল্যাট থেকে ১১ তরুণ-তরুণী আটক

বরাক তরঙ্গ, ৩ জুন : রাত হলেই
গুয়াহাটির একাংশ আবাসিক অ্যাপার্টমেন্টে কী ঘটে? ফ্ল্যাটের কার্যকলাপের দায়িত্বে কে? এবার চাঞ্চল্যকর ঘটনা গুয়াহাটির গেমস ভিলেজ প্রকাশ্যে এসেছে।

যখন রাত নেমে আসে, তখন প্রায়ই কিছু তরুণ-তরুণী গেম ভিলেজের এ-১৫ ব্লকের চার নম্বর ফ্ল্যাটে জমায়েত হয়। রাতের অন্ধকারে, কিছু রহস্যময় তরুণ ও তরুণী ফ্ল্যাটে আসেন। রাত যত গভীর হয়, ততই চিৎকার ও হাসির শব্দে বাতাস ভরে ওঠে, এবং তারা বিলাসবহুল গাড়ি বা ট্যাক্সিতে চড়ে বেরিয়ে পড়ে।

পার্শ্ববর্তী বাসিন্দারা অবশেষে গেমস ভিলেজের কর্তৃপক্ষকে অবহিত করেছিল। এরপর, সোমবার রাতে, গেমস ভিলেজের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং কিছু প্রতিবেশী ফ্ল্যাটে মিলিত হন। তারা এই বিষয়টি পুলিশকেও জানিয়েছে।

অসংযত অবস্থায় ফ্ল্যাট থেকে ১১ তরুণ-তরুণী আটক

পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর শব্দ ম্লান হয়ে গেল। বাড়িটি রাতের পার্টিতে পরিণত হয়, যেখানে অসামাজিক কার্যকলাপের ভিড় জমে। একটি রহস্যময় যুবক ও যুবতীদের দল রাতে ফ্ল্যাটে আসে, মদ্যপান এবং বিভিন্ন কার্যকলাপে লিপ্ত হয় যা সমাজকে বিঘ্নিত করে।

সোমবার রাতে, পুলিশ অসংযত অবস্থায় এগারো যুবক ও যুবতীকে আটক করেছে। অভিযোগ অনুযায়ী, গেম ভিলেজের ব্লক এ-১৫ এর ফ্ল্যাট নম্বর ৪-এ দীর্ঘ সময় ধরে অশালীন কার্যকলাপ চলছিল।

Spread the News
error: Content is protected !!