মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ১ ডিসেম্বর : পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন এক বাইক চালক। জানা গেছে, অন্যান্য দিনের মতো সোমবার সকাল নয়টা নাগাদ বাজারিছড়ার লালমাটির বাসিন্দা রমকুমার সিংহ এএস ১৪ জে ৩৭৪৫ নম্বরের বাইক নিয়ে শ্রীভূমির এক বেসরকারি সংস্থায় কাজে যাবার পথে দুর্ঘটনাটি ঘটে। তিনি যখন বাইকযোগে হাতিখিরা বাইপাস সড়ক অতিক্রম করে ডেঙ্গারবন্দের পাবলিক এমই স্কুলের আশে পাশে অবস্থান করছিলেন ঠিক তখনই তাকে একটি লাল রংয়ের পিয়াগো অটো দ্রুতগামি অবস্থায় তাকে অর্তকিতে ধাক্কা মেরে পাথারকান্দি অভিমুখে পালিয়ে যায়। এতে তিনি সড়কে ছিটকে পড়েন। তার বাম হাত ভেঙ্গে যাবার পাশাপাশি বাম পা কেটে ঝুলে পড়ে।
আলম উদ্দিন নামের এক অ্যাম্বুলেন্স চালক তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য পাথারকান্দি হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে তাকে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। দুর্ঘটনার পর বাজারিছড়া পুলিশ তদন্তে নেমে দুর্ঘটনাগ্রস্থ বাইকটি উদ্ধার করার পাশাপাশি পলাতক দুর্ঘটনাকারি বাহনের তল্লাশি শুরু করেছে।


