বরাক তরঙ্গ, ১০ জানুয়ারি : মরিগাঁও জেলার ভুরাগাঁও থানার অন্তর্গত গেরুয়াতে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়। প্রাপ্ত খবর অনুযায়ী, শনিবার সকালে ভুরাগাঁও ও গেরুয়া সংযোগী পথে প্রাতঃভ্রমণ করার সময় রাস্তার পাশে বাইকসহ একটি মৃতদেহ প্রত্যেক করে স্থানীয়রা। পথ দুর্ঘটনায় মৃত্যু হওয়া যুবকটি ফুকন শালমারার ২৫ বছর বয়সী অবিনাশ বড়ো বলে জানা গেছে। এই ঘটনা সম্পর্কে সঙ্গে সঙ্গে ভুরাগাঁও পুলিশকে খবর দেন স্থানীয়রা।
ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করার পাশাপাশি দুর্ঘটনা সংঘটিত হওয়া এএস ২১ কিউ ১৫৩৫ নম্বরে বাইকটি থানায় নিয়ে আসে। এদিকে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মরিগাঁও অসামরিক হাসপাতালে পাঠায় ভুরাগাঁও পুলিশ।



