সাপের কামড়ে মাতৃ বিচ্ছিন্ন দু’মাসের গণ্ডার বাছুরের মৃত্যু

বরাক  তরঙ্গ, ২৫ সেপ্টেম্বর : এক মর্মান্তিক ঘটনায় প্রকৃতিপ্রেমীদের মর্মাহত করেছে। একটি বন্যপ্রাণী পুনর্বাসন কেন্দ্রে একটি বাছুর গণ্ডারকে তার মায়ের থেকে আলাদা করা একটি সাপে কামড়ে মৃত্যু হল।

১৫ সেপ্টেম্বরে পবিত্র অভয়ারণ্য থেকে দুই মাস বয়সী একটি মাদি গণ্ডার বাছুর উদ্ধার করা হয়। বনকর্মীরা বাছুরটিকে তার মায়ের সঙ্গে পুনরায় মিলিত করার চেষ্টা করেছিল কিন্তু ব্যর্থ হয়েছিল।

বাছুরটিকে পবিত্র অভয়ারণ্য থেকে উদ্ধার করে বোকাখাতের বারজুরির বন্যপ্রাণী পুনর্বাসন ও সংরক্ষণ কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে।

দুর্ভাগ্যবশত, রাতে কেন্দ্রে সাপের কামড়ে বাছুরটি মারা যায়।

জানা যায়, রাতে দুধ খাওয়ার সময় বিষাক্ত ফেটি সাপের কামড়ে গণ্ডার বাছুরটি মারা যায়। বিভাগীয় নিয়মে সকালে মৃত বাছুরের ময়নাতদন্ত করা হয়। মৃত বাছুরের মুখে বিষধর সাপের কামড়ের চিহ্ন দেখতে পান পশু চিকিৎসক। পরীক্ষা শেষে বাছুরটিকে দাফন করা হয়। এ ঘটনায় বন্যপ্রাণী পুনর্বাসন ও সংরক্ষণ কেন্দ্রের কর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। ছবি প্রতীকী।

Author

Spread the News