সিআরপিএফের উদ্যোগে অনিপুর বাজারে তিন সপ্তাহব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচি

মোহাম্মদ জনি, শ্রীভূমি। 
বরাক তরঙ্গ, ২৭  ডিসেম্বর : স্থানীয় মহিলাদের স্বনির্ভর করে তোলার লক্ষ্যে গুরুত্বপূর্ণ এক পদক্ষেপ গ্রহণ করল পাথারকান্দিস্থিত ১০ নম্বর ব্যাটালিয়ন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)। বৃহস্পতিবার অনিপুর বাজার এলাকায় সিআরপিএফের উদ্যোগে সিভিক অ্যাকশন প্রোগ্রামের আওতায় তিন সপ্তাহব্যাপী একটি সেলাই প্রশিক্ষণ কর্মসূচির  সূচনা করা হয়। এই প্রশিক্ষণ কর্মসূচির মূল উদ্দেশ্য হল গ্রামীণ ও প্রান্তিক এলাকার মহিলাদের আত্মনির্ভরশীল করে তোলা, যাতে তারা নিজ নিজ বাড়িতে বসেই আয়ের সুযোগ সৃষ্টি করতে পারেন। অনুষ্ঠানের সূচনায় সিআরপিএফ আধিকারিকরা বলেন, নারী ক্ষমতায়ন ছাড়া সমাজের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। এই ধরনের প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে মহিলারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হলে পরিবার ও সমাজ উভয়ই উপকৃত হবে।প্রশিক্ষণ চলাকালীন অংশগ্রহণকারী মহিলাদের সেলাই, কাটিং, ডিজাইন ও বুননের মৌলিক থেকে উন্নত পর্যায়ের প্রশিক্ষণ প্রদান করা হবে। অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে এই কর্মসূচি পরিচালিত হবে। উল্লেখযোগ্য বিষয় হলো, প্রশিক্ষণ সম্পূর্ণ হওয়ার পর সকল নির্বাচিত প্রশিক্ষণার্থীদের বিনামূল্যে সেলাই মেশিন প্রদান করা হবে, যাতে তারা ভবিষ্যতে নিজের উদ্যোগে কাজ শুরু করতে পারেন।

স্থানীয় মহিলারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এই প্রশিক্ষণ তাঁদের জীবনে নতুন দিশা দেখাবে। অনেকেই জানান, এতদিন আর্থিক অসুবিধার কারণে কাজের সুযোগ পাননি, কিন্তু এই প্রশিক্ষণের মাধ্যমে তারা নিজেদের পায়ে দাঁড়ানোর স্বপ্ন দেখতে শুরু করেছেন।সিআরপিএফ কর্তৃপক্ষ জানান, সিভিক অ্যাকশন প্রোগ্রামের মূল লক্ষ্য শুধুমাত্র নিরাপত্তা রক্ষা নয়, বরং স্থানীয় জনগণের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলে সমাজের সার্বিক উন্নয়নে অংশীদার হওয়া। এই ধরনের মানবিক ও উন্নয়নমূলক কর্মসূচির মাধ্যমে নিরাপত্তা বাহিনী ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক বিশ্বাস ও সহযোগিতা আরও দৃঢ় হচ্ছে। কর্মসূচি শেষে স্থানীয় নাগরিকদের পক্ষ থেকে সিআরপিএফ এবং ১০ নম্বর ব্যাটালিয়নের আধিকারিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। সকলেই আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের আরও উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কর্মসূচি এলাকায় চালু থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *