বরাক তরঙ্গ, ২৮ ডিসেম্বর : সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো এক কিশোর। রবিবার সন্ধ্যায় সোনাবাড়িঘাট সংলগ্ন সৈদপুর সাদা পুলের পাশে শিলচর-আইজল জাতীয় সড়কে দু’টি বাইক ও একটি বলেরোর সঙ্গে সংঘর্ষ হয়। দুর্ঘটনায় ঘটনাস্থলে প্রাণ হারায় বছর ১৮ র হোসেন আহমদ লস্কর। তার বাড়ি সৈদপুর চতুর্থ খণ্ডে। হোসেন পথচারী ছিলেন বলে জানা যায়। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন।
সোনাবাড়িঘাটে সড়ক দুর্ঘটনায় মৃত্যু কিশোরের


