বরাক তরঙ্গ, ৭ ডিসেম্বর : পূর্ব সোনাইয়ের সুন্দরী প্রথম খণ্ডে গৃহবধূ মনোয়ারা বেগমকে নির্মমভাবে হত্যার ঘটনায় জড়িত এক ব্যক্তিকে গ্রেফতার করেছে কচুদরম পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে; পাশাপাশি পরিবারসহ স্থানীয়রা দ্রুত অন্যান্য দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, পূর্ব সোনাইয়ের সুন্দরী প্রথম খণ্ডের বাসিন্দা জফর উদ্দিনের স্ত্রী মনোয়ারা বেগম ২৩ নভেম্বর, রবিবার সন্ধ্যায় নিখোঁজ হন। পরিবারের সদস্যরা রাতভর খোঁজাখুঁজি চালিয়েও তাঁর সন্ধান পাননি। পরদিন ২৪ নভেম্বর, সোমবার সকালে স্থানীয় কয়েকজন গ্রামবাসী ধানক্ষেতের পাশে ক্ষতবিক্ষত ও অর্ধনগ্ন অবস্থায় এক মহিলার মৃতদেহ দেখতে পান। খবর পেয়ে পরিবার ঘটনাস্থলে পৌঁছে দেহটি মনোয়ারা বেগমের বলে শনাক্ত করে। মুহূর্তেই এলাকায় শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে কচুদরম থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে কচুদরম থানার বিশাল পুলিশ বাহিনী, কাছাড় পুলিশের দুই প্রভোশনারি ডিএসপি এবং এক ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেন।
মামলা রুজুর পর তদন্তকারী দল দ্রুত তৎপর হয়। সন্দেহভাজন হিসেবে এলাকার বেশ কয়েকজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক পর্যায়ে সুন্দরী প্রথম খণ্ডের বাসিন্দা নরম আলি (৫৭)–র বিরুদ্ধে পুলিশের সন্দেহ তৈরি হলেও প্রথম দফায় তাঁকে ছেড়ে দেওয়া হয়। পরে শনিবার তাঁকে পুনরায় আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি মনোয়ারা বেগম হত্যার দায় স্বীকার করেন।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রামের অন্য এক ব্যক্তির সঙ্গে গৃহবধূর সুসম্পর্ক দেখে ক্ষুব্ধ হয়ে নরম আলি ক্ষেতের মাঝে একা পেয়ে প্রথমে লাথি মেরে ফেলেন, পরে মুখ চেপে ধরে নির্মমভাবে প্রহার করেন এবং ধান কাটার কাঁচি দিয়ে কুপিয়ে হত্যা করেন। এরপর তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। গ্রেফতারের পরে শনিবার তাঁকে আদালতে তোলা হলে আদালত তাঁকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়।
অভিযুক্ত নরম আলির গ্রেফতারের খবরে সুন্দরী প্রথম খণ্ড গ্রামে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। রবিবার সন্ধ্যা ৭টায় গ্রামের প্রাক্তন গ্রুপ সদস্য ফকরুল ইসলাম মজুমদারের বাড়িতে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। ভাউরিকান্দি জিপির ২নং গ্রুপ সদস্যা রমজানা বেগম লস্কর (জলি)–র উদ্যোগে আয়োজিত এই সভায় গ্রামবাসীর একাংশ, বিশেষ করে যুবক ও মুরব্বীরা উপস্থিত ছিলেন। সভায় ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীর কঠোর শাস্তির দাবি জানানো হয়।


