সোনাই সমবায়ের ইতিহাসে রেকর্ড, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৪ বোর্ড অব ডিটেক্টর 

ফের চেয়ারম্যানের আসনে  শেখ সাহারুল!

বাপন লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ১৫ নভেম্বর : সোনাই সমবায় সমিতির ইতিহাসে রেকর্ড গড়ে এবার বিনা ভোটাভুটিতেই অনায়াসে বোর্ড অব ডিটেক্টর নির্বাচিত হচ্ছেন ১৪ জন প্রার্থী। শুক্রবার আগামী পাঁচ বছরের জন্য সমিতির কার্যকরী কমিটি গঠনের লক্ষ্যে প্রার্থীত্ব প্রত্যাশীরা মনোনয়নপত্র দাখিল করেন। নির্ধারিত আসন সংখ্যার উপরে এদিন কেউ আর মনোনয়ন জমা দেননি। এনিয়ে সোনাই সমবায় সমিতির দীর্ঘ ইতিহাসে এবার ব্যতিক্রমী ভাবে বোর্ড অব ডিরেক্টর গঠন হচ্ছে। বিজ্ঞপ্তি অনুযায়ী এদিন সকাল ১০টা থেকে বিকেল ২টা পর্যন্ত নির্ধারিত সময়ে মোট ১৪ জনের মনোনয়ন জমা পড়ে। বিকেলে সেগুলো যাচাই করে মনোনয়ন বৈধ বলে ঘোষণা দেন রিটার্নিং অফিসার রায়হান আহমেদ লস্কর। পরে এনিয়ে সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে রিটার্নিং অফিসার রায়হান আহমেদ লস্কর জানান, অসম সমবায় সমিতির আইনানুযায়ী আগামী পাঁচ বছরের জন্য সোনাই সমবায় সমিতির নতুন বোর্ড অব ডিরেক্টর গঠন হবে। তবে নির্ধারিত আসন সংখ্যার অধিক মনোনয়নপত্র জমা হয়নি। তাই ২৪ নভেম্বর সোনাই মাল্টিপারপাস হলে নিয়মানুযায়ী নির্বাচন প্রক্রিয়া শেষে সদস্যদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে জানান তিনি।

এদিন সবকজন প্রার্থীই সমিতির চেয়ারম্যান শেখ সাহারুল আলমের সঙ্গে এসে সারিবদ্ধ ভাবে মনোয়ন দাখিল করেন। গত নির্বাচনে প্রথমবারের মতো সমিতির রাজনীতিতে পদার্পন করে চমক দেখিয়ে ছিলেন সাহারুল। সমিতির পোড়খাওয়া রাজনীতিবিদকে অনায়াসে পরাস্ত করে তাঁরই নেতৃত্বে বোর্ড গঠন হয়েছিল। এতে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন। এবারও সবাইকে আরও চমকে দিয়ে তাঁরই প্যানেলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। ফলে বিরোধী শূন্য হওয়ায় হাসিমুখে ফের চেয়ারম্যান পদে বসছেন সাহারুল। এখন শুধু সময়ের অপেক্ষা।

এদিন মনোনয়নপত্র সংগ্রহ করার সময় সহকারী রিটার্নিং অফিসার হিসেবে উপস্থিত ছিলেন সুরাব খালেদ মজুমদার ও রামকমল সিংহা, সমিতির সচিব হবিবুর রহমান মজুমদার। এদিন মনোনয়নপত্র জমা দিয়েছেন যারা এরা হলেন- বর্তমান সমিতির চেয়ারম্যান শেখ সাহারুল আলম, আজাদ হোসেন লস্কর, রামকৃষ্ণ নাথ, এসএম দিলোয়ার জাহান লস্কর, কাজল মজুমদার, সইফ উদ্দিন, নজরুল শেখ, টিঙ্কু মজুমদার, ফারুক আহমেদ, মিনুক আহমেদ লস্কর, সংরক্ষিত আসনে রিঙ্কু দাস এবং মহিলা আসনে দু’জন অনিতা বেগম ও রহিমা বেগম।

এদিকে, সোনাই সমবায় সমিতির বর্তমান চেয়ারম্যান শেখ সাহারুল আলম জানান, শান্তিপূর্ণ ভাবে সমিতির নতুন কমিটি গঠনের জন্য নির্বাচন প্রক্রিয়া চলছে। সমিতির প্রায় ৮০ শতাংশ পুরনো সদস্য এবারও মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি জানান, গত পাঁচ বছরে সমিতি সুনামের সঙ্গে কাজ করে ৮ লক্ষেরও অধিক টাকা মুনাফা অর্জন করেছে। পরবর্তী বোর্ডও সমিতির উন্নয়নের স্বার্থে কাজ করে যাবে বলে আশাবাদী তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *