আছিমগঞ্জে কবি সম্মেলন অনুষ্ঠিত

বরাক তরঙ্গ, ৯ নভেম্বর : বাংলাদেশ কবি মহল ও অসম শাখার কবি সম্মেলন অনুষ্ঠিত হয় করিমগঞ্জের আছিমগঞ্জে। বুধবার আছিমগঞ্জের গড়েরমুখ মহামায়া ভবনে কলকাতার নবীন কবি দীপঙ্কর পোড়েলের পৌরোহিত্য সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রবীণ কবি শাহি সবুর।এছাড়া সভায় ভারত বর্ষের বিভিন্ন প্রদেশ সহ পার্শ্ববর্তী বাংলাদেশ থেকে প্রায় একশর অধিক কবি সাহিত্যিক উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথি বাংলাদেশের কবি শাহি সবুর বলেন, সাহিত্য জাতির মেরুদণ্ড সাহিত্য ছাড়া কোনো শিক্ষা প্রতিষ্ঠান বাঁচতে পারে না। সাহিত্য ছাড়া কোনও জাতিও বাঁচতে পারে না। তাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিয়মিত সাহিত্য চর্চা খুব প্রয়োজন। তিনি ভারতে এসে ভারতবাসীর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। বিশ্ব মানবধৰ্ম বিকাশ পরিষদের চেয়ারম্যান নীহাররঞ্জন দেবনাথের প্রশংসা করে বলেন, তাঁর জন্যই ভারতের বিভিন্ন রাজ্য সহ বাংলাদেশের কবিরা অসমে আসার সুযোগ পেয়েছেন।

আছিমগঞ্জে কবি সম্মেলন অনুষ্ঠিত

অনুষ্ঠানে বিশ্ব মানবধৰ্ম বিকাশ পরিষদের সাধারণ সম্পাদক কবি বিষ্ণুপদ দাস বলেন, সাহিত্যের জন্যই বাংলাদেশ থেকে ঝাঁকে ঝাঁকে কবিরা করিমগঞ্জ এসেছেন। পৃথিবীর সকল ভাষা বাঁচিয়ে রাখতে সকলের প্রতি আহবান জানান বিষ্ণুপদ দাস।
বিশ্ব মানবধৰ্ম বিকাশ পরিষদের সম্পাদিকা ত্রিপুরার কবি অর্পিতা বৈদ্য বলেন, সাহিত্য হলো ভালোবাসার মেল বন্ধন। অসম সরকার থেকে পুরস্কৃত বিশিষ্ট তথা সাংবাদিক গীতিকার নীহাররঞ্জন দেবনাথ বলেন, ভগবানের দূতেরা নিশি রাতে ঘুরে বেড়ায় জগতে কিছু সম্পদ ছড়িয়ে দেওয়ার জন্য। কিন্তু মানুষ ঘুমে মগ্ন হয়ে পড়ে।তাই মানুষ সে সম্পদ পায় না। কিন্তু কবি সাহিত্যিকরা নিশি রাত জেগে থাকে কিছু পাওয়ার আশায়। ভগবানের দূত কবিদের সে আশা পূরণ করে দেয়। তাই কবিরা হলো সাধক আউলিয়া বলেন নীহার রঞ্জন দেবনাথ।

আছিমগঞ্জে কবি সম্মেলন অনুষ্ঠিত

সভায় উপস্থিত সবাই নিজের লেখা কবিতা আবৃত্তি করেন। কবিতা আবৃত্তি করেন জাহিদ রুদ্র পূজা নস্কর, রবিউল গনি প্রধান, আনারুল ইসলাম প্রামানিক, জাকিয়া সুলতানা শিল্পী, ইকবাল দরগাই, দেবব্রত মাঝি, শিপ্রা মাঝি, সাহি সবুর খান, আখতার হোসেন, আবু আসলাম বাবু ,মুন্সি কবির, স্নেহলতা মন্ডল অর্পিতা বৈদ্য কিশোর নস্কর দীপঙ্কর পোরেল ইলিয়াস গ্যরামি প্রমুখ।
প্রতিবেদক : মোহাম্মদ জনি, করিমগঞ্জ।

Author

Spread the News