৩ জানুয়ারি : ফের বছরের শুরুতেই নেপাতে বিপত্তি। বড়সড় দুর্ঘটনার হাত থেকে বরাতজোরে রক্ষা পেল যাত্রীবোঝাই বিমান। শুক্রবার রাত ৯টা নাগাদ বুদ্ধ এয়ার সংস্থার একটি উড়ান ভদ্রপুর বিমানবন্দরের রানওয়েতে পিছলে যায়। যদিও প্রাণ বেঁচেছেন বিমানের সমস্ত যাত্রীই। অবতরণের সময় রানওয়ে থেকে অন্তত ২০০ মিটার দূরে ছিটকে গেল বিমানটি। সওয়ার ছিলেন ৫৫ জন। যদিও বিমানে থাকা ৫১ জন যাত্রী ও ৪ জন ক্রু-সকলেই নিরাপদ বলে জানিয়েছে বিমান সংস্থা।
নেপালের সংস্থা বুদ্ধ এয়ারের একটি ছোট আকারের বিমান শুক্রবার রাজধানী কাঠমান্ডু থেকে ভদ্রপুরে যাচ্ছিল। উড়ানটি ছিল ফ্লাইট নম্বর 9N-AMF। ভদ্রপুরে পৌঁছোনোর পর অবতরণের চেষ্টা করে বিমানটি। কিন্তু আচমকা প্রবল ঝাঁকুনি হয়। বিমানটি ছিটকে রানওয়ে থেকে বেরিয়ে যায়। পাশে ছিল নদী। নদীর একেবারে ধারে গিয়ে বিমানটি থামে। যদিও যাত্রীরা সবাই অক্ষত রয়েছেন বলে খবর। তবে ২০০ মিটার দূরে ছিটকে যাওয়ায় বিমানটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। যাত্রী ও বিমানকর্মীদের সকলকে উদ্ধার করা হয়েছে। কী কারণে এই পরিস্থিতি তৈরি হল, কেন বিমানের চাকা রানওয়ে ছোঁয়ার পরও তা ছিটকে গেল, তা খতিয়ে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, এর আগে ২০২৪ সালের জুলাই মাসে সৌর্য এয়ারলাইন্সের একটি বিমান কাঠমান্ডু থেকে ওড়ার পর ভেঙে পড়ে। বিমানে থাকা ১৯ জনের মধ্যে ১৮ জনেরই মৃত্যু হয়েছিল তাতে। তারও আগে, ২০২৩ সালের জানুয়ারিতে পোখরায় নামার সময় ইয়েতি এয়ারলাইন্সের একটি ATR 72 বিমান ভেঙে পড়ে। ওই দুর্ঘটনায় বিমানে থাকা ৬৮ জন যাত্রী ও ৪ জন ক্রু-সকলেরই মৃত্যু হয়। বারবার এমন ঘটনায় যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।


