ধর্মনগরে হাসপাতালের বাথরুমে পড়ে মৃত্যু শিলচরের এক রোগীর

বরাক তরঙ্গ, ৬ নভেম্বর : উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর জেলা হাসপাতালের বাথরুমে পড়ে মৃত্যু হল এক রোগীর। এমন মৃত্যুর ঘটনার জনমনে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে, মৃত ব্যক্তি নাম মিন্টু শীল। তার বাড়ি অসমের শিলচর শহরের সদর থানা এলাকায়। সে কর্মসূত্রে গত দশ বছর ধরে উত্তর ত্রিপুরার জেলা ধর্মনগর মাণ্ডপপাড়া এলাকায় ভাড়া থাকতেন। মৃত রোগীর পরিবারের তরফে স্বাস্থ্য কর্মীদের কর্তব্যের গাফিলতির অভিযোগ তোলেছেন।

এমর্মে মৃত ব্যক্তির পরিবারের সদস্য সহ হাস্পাতালে চিকিৎসাধীন থাকা অন্যান্য রোগীদের কাছ থেকে জানা যায় সোমবার বিকেল আনুমানিক সোয়া পাঁচটা নাগাদ ধর্মনগর জেলা হাসপাতালে জ্বর ও শরীর ব্যাথা নিয়ে হাস্পাতালে চিকিৎসাধীন প্রাকৃতিক কাজে মিন্টু শীল বাথরুমে যান। এতে তিনি বাথরুমে ঢোকার পর কিছু একটা শব্দ সুনতে পান রোগীর স্ত্রী সহ অন্যান্য রোগীরা। তাদের মধ্যে কৌতুহল দেখা দেয়। তখন হাসপাতালের স্বাস্থ্য কর্মীদের সহযোগিতা চাইলে তাদের কোন সাহায্য করা হয়নি বলে অভিযোগ করেন। প্রায় আধঘন্টা রোগীর স্ত্রী ও কর্মীরা অচেতন অবস্থায় বাথরুম থেকে ঐ ব্যক্তিকেঃ বের করে আনলে চিকিৎসকরা পরীক্ষা নিরিক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। মৃত ব্যক্তির স্ত্রীর দাবি,সঠিক সময়ে তার স্বামীকে বাথরুম থেকে বের করে আনলে হয়তো সে বেঁচে যেত।

Author

Spread the News