২৫ নভেম্বর : বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে যে, পরবর্তী পর্যায়ে এটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। যার নাম ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’। এই কারণে আগামী কয়েক দিন বাংলার তাপমাত্রা এবং আবহাওয়ার ধরনে বড়সড় পরিবর্তন দেখা দিতে পারে। বিশেষ করে দক্ষিণবঙ্গ ও উপকূলবর্তী জেলাগুলির পরিস্থিতি আরও পরিবর্তন হতে পারে।
আগামী কয়েক দিনে এই আবহাওয়া কেমন থাকতে পারে, কোন কোন পরিবর্তন দেখা দিতে পারে এবং কোন বিষয়গুলো নজরে রাখা জরুরি তা জেনে নেওয়া যাক।
আন্দামান সাগর ও দক্ষিণ বঙ্গোপসাগরের উপরে একটি লঘুচাপ তৈরি হয়েছে, যা ধীরে ধীরে ঘনীভূত হচ্ছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে যে, এটি আগামী দিনে ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’-এ রূপ নিতে পারে। যেটা আপাতত পশ্চিম-উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে। কিন্তু এই ঘূর্ণিঝড় কোন উপকূলে আঘাত হানতে পারে তা এখনও জানা যায়নি। তবে এর পার্শ্বপ্রভাব বাংলায় থাকবেই।
এইসময় পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমে যেতে পারে। গত কয়েক দিনের তুলনায় ভোরবেলা ও রাতের দিকের ঠাণ্ডা সামান্য বাড়ার সম্ভাবনা আছে। দিনের বেলায় তাপমাত্রা খুব বেশি না কমলেও বাতাসে আর্দ্রতার পরিবর্তনের কারণে আবহাওয়া পরিষ্কার ও শুষ্ক থাকতে পারে। যদি এই ঘূর্ণিঝড়টি আরও শক্তিশালী হয়, তাহলে হালকাভাবে তাপমাত্রা সামান্য বাড়তেও পারে। কারণ ঝড়ের ঘূর্ণায়মান প্রক্রিয়াটি আশপাশের বাতাসকে উষ্ণ করে তোলে।
সাধারণত নভেম্বরের শেষ দিকে উত্তরবঙ্গ থেকে ঠাণ্ডা হাওয়ার প্রবাহ দক্ষিণবঙ্গে নামতে শুরু করে। কিন্তু ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’ কারণে সেই প্রবাহ বাধাপ্রাপ্ত হতে পারে। যে কারণে দক্ষিণবঙ্গে শীত একটু দেরিতে শুরু হতে পারে। অর্থাৎ, সাময়িকভাবে হালকা ঠাণ্ডা থাকলেও কনকনে শীতের পরিবেশ এখনই অনুভূত হবে না।


