বরাক তরঙ্গ, ১২ জানুয়ারি : গোটা সমাজকে নাড়িয়ে দিল এক হৃদয়বিদারক ঘটনা। নরপশুদের হাত থেকে রেহাই পেলেন না এক অসহায় মানসিক ভারসাম্যহীন নারী। যৌন লালসার শিকার হয়ে তিনি জন্ম দিয়েছেন এক ফুটফুটে কন্যাসন্তানের। হাইলাকান্দি জেলার এই ঘটনাকে ঘিরে সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। নিন্দা, ক্ষোভ ও ধিক্কারে ভরে উঠেছে সোশ্যাল মিডিয়ার মন্তব্যের ঘর।
জানা গেছে, হাইলাকান্দি জেলার তিন দোকান সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে রাস্তায় বসবাস করে আসছিলেন ওই মানসিক ভারসাম্যহীন নারী। স্থানীয়দের চোখের সামনেই সম্প্রতি তিনি একটি কন্যাসন্তানের জন্ম দেন। খোলা আকাশের নিচে, কোনো চিকিৎসা সহায়তা ছাড়াই প্রসব হওয়ায় শিশুটির ও মায়ের শারীরিক অবস্থাকে ঘিরে উদ্বেগ ছড়ায়।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই প্রশ্ন উঠতে শুরু করে, একজন অসহায় মানসিক ভারসাম্যহীন নারী কীভাবে ধারাবাহিকভাবে নির্যাতনের শিকার হলেন, অথচ সমাজ বা প্রশাসনের পক্ষ থেকে সময়মতো কোনও পদক্ষেপ নেওয়া হলো না কেন। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, ওই নারী দীর্ঘদিন ধরে এলাকায় থাকলেও তার নিরাপত্তা, চিকিৎসা বা পুনর্বাসনের বিষয়ে কেউ কার্যকর উদ্যোগ নেয়নি। সামাজিক মাধ্যম জুড়ে অনেকেই দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি তুলেছেন। একই সঙ্গে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। মানবাধিকার সংগঠন ও সমাজকর্মীদের মতে, মানসিক ভারসাম্যহীন ও ভবঘুরে নারীরা সমাজে সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে থাকেন, অথচ তাদের সুরক্ষার জন্য নির্দিষ্ট ব্যবস্থা প্রায় নেই বললেই চলে।
তবে ঘটনাটি বরাক তরঙ্গের পক্ষ থেকে যাচাই করা হয়নি। বিষয়টি সামনে আসার পর প্রশাসন ও সমাজকল্যাণ দপ্তরের হস্তক্ষেপের দাবি জোরালো হচ্ছে। মা ও নবজাতকের দ্রুত চিকিৎসা, নিরাপত্তা ও পুনর্বাসনের পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও উঠেছে বিভিন্ন মহল থেকে।




