ইউনানি হাসপাতালে আন্দোলন অব্যাহত, মুখ্যমন্ত্রীকে স্মারকপত্র

বরাক তরঙ্গ, ১০ নভেম্বর : নিয়োগের ক্ষেত্রে স্থানীয় বেকার যুবকযুবতীদের বঞ্চিত করায় শিলচর ঘুংগুর রিজন্যাল রিসার্চ ইনস্টিটিউট অব ইউনানি মেডিসিন কার্যালয়ে আন্দোলন অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার বেকার যুবকযুবতী ও স্থানীয়রা ইউনানি মেডিসিন কার্যালয়ের সামনে প্রতিবাদী কর্মসূচি পালন করেন।

প্রতিবাদী কর্মসূচির শেষে সাংবাদিকের মুখোমুখি হয়ে স্থানীয় নাগরিকরা বলেন, রিজনাল রিচার্জ ইনস্টিটিউট অফ ইউনানি মেডিসিন এখানে স্থাপিত হওয়া তারা খুব বেশি খুশি হয়েছিলেন। এই কার্যালয়ের উদ্বোধনের দিন অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল স্থানীয়দের আশ্বাস দিয়েছিলেন এই কার্যালয়ে স্থানীয়দের নিযুক্তি প্রদান করা হবে। কিন্তু এখানে স্থানীয় শিক্ষিত বেকার যুবক-যুবতীদের চাকরি না দিয়ে বাইরের  যুবক-যুবকদেরকে কিভাবে চাকরি দেওয়া হয়েছে। আগে ১০ এবং বর্তমানে ১৬ জন সহ সবাই এই অঞ্চলের বাইরের। তাই এ বিষয়ে কাছাড়ের জেলা আয়ুক্তের মারফতে মুখ্যমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। এবং তারা বলেন যতদিন পর্যন্ত স্থানীয়দের নিযুক্তি দেওয়া না হয় ততদিন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।
প্রতিবেদক : বিশ্বজিৎ আচার্য, শিলচর।

Author

Spread the News