শিলচর ১৭ নম্বর ওয়ার্ডে কংগ্রেস দলের টিকিট প্রত্যাশী সেবুল হোসেনের সমর্থনে সভা

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২৬ মে : শিলচর কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। সম্ভাব্য সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে বিভিন্ন দল থেকে প্রার্থীরা মাঠে নেমেছেন। এরই ধারাবাহিকতায় রবিবার রাতে সদ্য ডিলিমিটেশন অন্তর্ভুক্ত শিলচরের রামনগরের পেঁচাডহরে ১৭ নম্বর ওয়ার্ডে কংগ্রেসের টিকিট প্রত্যাশী ও বিশিষ্ট সমাজসেবক সেবুল হোসেন সদিয়লের সমর্থনে এক জনসভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রায় ২০০ জনের বেশি কংগ্রেস কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। এই সভায় নবনির্বাচিত শিলচর জেলা পরিষদ সদস্য নূর ইসলাম বড়ভূইয়াকে সংবর্ধনা জানানো হয়। বক্তব্য রাখতে গিয়ে স্থানীয়রা জানান, সেবুল হোসেন দীর্ঘদিন ধরে সমাজসেবা ও জনসেবার মাধ্যমে জনগণের পাশে রয়েছেন। তাঁরা কংগ্রেস নেতৃত্বের প্রতি আহ্বান জানান, ১৭ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে সেবুল হোসেনকে টিকিট প্রদান করা হোক যদি টিকেট প্রধান করা হয় তাহলে সেবুল হোসেনের।

সভায় বক্তব্য রাখতে গিয়ে নূর ইসলাম বড়ভূইয়া বলেন, “কংগ্রেসের কর্মী ও এলাকাবাসীদের মতামত আমি হাইকমান্ডের কাছে তুলে ধরব। তবে দল যাকে যোগ্য মনে করবে তাকেই টিকিট দেবে।”

সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেবুল হোসেন সদিয়ল জানান, তিনি গত ১০-১৫ বছর ধরে কংগ্রেসের সঙ্গে যুক্ত। এবারের কর্পোরেশন নির্বাচনে ১৭ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে টিকিটের জন্য আবেদন করেছেন। তিনি আশাবাদী, দল তাঁর প্রতি আস্থা রাখবে। তবে দল টিকিট না দিলেও তিনি কংগ্রেসের হয়েই কাজ করে যাবেন।

তিনি আরও বলেন, “জনসাধারণের সুখে-দুঃখে আমি সবসময় পাশে ছিলাম, থাকব। জয়ী হই বা না হই, জনসেবাই আমার মূল লক্ষ্য।”

এদিনের সভায় আরও উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ডল প্রেসিডেন্ট জয়নুল হক লস্কর, অম্বিকাপুর জিপি’র মণ্ডল সভাপতি বিমেলেন্দু সিনহা, সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ।

শিলচর ১৭ নম্বর ওয়ার্ডে কংগ্রেস দলের টিকিট প্রত্যাশী সেবুল হোসেনের সমর্থনে সভা
Spread the News
error: Content is protected !!