সমাজকর্মী আবুল কালাম বাহারের মৃত্যুতে শোক বিশিষ্টজনের

বরাক তরঙ্গ, ২৬ মে : রবিবার সকাল ৮-৪৫ টায় কাঁঠালতলি দোবাগস্থিত নিজ বাসভবনে শেষনিঃশ্বাস ত্যাগ করেন সমাজকর্মী আবুল কালাম বাহার। তিনি দীর্ঘ দিন দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিলেন। বয়স হয়েছিল ৪৬ বছর। জনদরদী নেতা আবুল কালাম বাহার রেখে গেছেন স্ত্রী, তিন মেয়ে এবং অসংখ্য সহযোদ্ধা-শুভানুধ্যায়ীদের। প্রয়াত আবুল কালাম তাঁর দীর্ঘ সামাজিক ও রাজনৈতিক জীবনে শ্রমিক ও অসহায়দের সাহায্যে সক্রিয় ভূমিকা রেখেছেন। তিনি আজীবন কাঁঠালতলী অঞ্চলের নিঃসহায়দের অধিকার প্রতিষ্ঠায় সোচ্চার ভূমিকা পালন করেছেন।
তাঁর মৃত্যুর সংবাদ পরিচিত মহলে ছড়িয়ে পড়তেই কাতারে কাতারে মানুষ কাঁঠালতলী দোবাগস্থিত বাড়িতে গিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। মৃত্যুর খবর শোনা মাত্রই বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা আহমদ সায়ীদ গোবিন্দপুরি তাঁর প্রতি সহমর্মিতা ও শোকব্যক্ত করেন। বর্তমানে গোবিন্দপুরি ব্রহ্মপুত্র উপত্যকায় সফরে থাকায় জানাজায় অংশগ্রহণ করতে পারেন নি। সেখান থেকে এক বিবৃতিতে মরহুম আবুল কালামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন, প্রয়াত কালাম বাহার একজন সদালাপী ও কর্মঠ ব্যক্তি ছিলেন, অমায়িক ব্যবহারের অধিকারী ছিলেন। তাঁর মৃত্যুতে সমাজের অপূরণীয় ক্ষতি হলো, সর্বদা আবুল কালাম বাহার গরীব অসহায় মানুষের সেবায় এক নিবেদিতপ্রাণ ছিলেন বলে মত ব্যক্ত করেন মওলানা আহমদ সায়িদ গোবিন্দপুরি।

আরও শোক প্রকাশ করেন, উত্তর-পূর্ব ভারতের আমিরে শরিয়ত শ্বেয়খ মাওলানা ইয়াহইয়া, আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক তপোধীর ভট্টাচার্য, আইনজীবী কামাল এম মছদ্দর, দিলীপ কুমার দেব, আমরা বাঙ্গালী নেতা সাধন পুরকায়স্থ, গোপাল কৃষ্ণ দেব, গৌরাঙ্গ রুদ্র পাল, অধ্যাপক সামস উদ্দিন, মেরি পুংশক, সর্বধর্ম সমন্বয় সভার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এইচ এম আমির হোসেন, পাথারকান্দি কলেজের অধ্যক্ষ ড° মঞ্জুরুল হক, ওকে ওমনিসিয়েন্ট ইংলিশ স্কুলের অধ্যক্ষ নাগাহরটিং পুংশক, বিধায়ক ইসলাম উদ্দিন, মওলানা আব্দুল্লাহ হুস্সামি, মওলানা এনামুল হক, মুফতি আব্দুস শহিদ, মওলানা আব্দুল হাদি, ত্রিপুরা রাজ্য হজ কমিটির কার্যকরী সদস্য মওলানা জাকির হোসেন, মওলানা বদরুল হক, পুলিশ আধিকারিক ভানুপদ চক্রবর্তী, সুপ্রিম ভট্টাচার্য, মিন্টু শীল, নিরঞ্জন দাস, ফরিদ উদ্দিন, সাংবাদিক আজির মিয়া সহ বিশিষ্টজনেরা। এদিন জানাজায় অংশগ্রহণকারী জনসাধারণকে জল, বিস্কুট ও কলা বিতরণ করা হয় সর্বধর্ম সমন্বয় সভার পক্ষ থেকে।

সমাজকর্মী আবুল কালাম বাহারের মৃত্যুতে শোক বিশিষ্টজনের

Author

Spread the News