রাজ্যে প্রশাসনিক স্তরের শীর্ষ আধিকারিকদের ব্যাপক রদ বদল

আশু চৌধুরী, শিলচর।
বরাক তরঙ্গ, ৩ মার্চ : রাজ্যে প্রশাসনিক স্তরের শীর্ষ আধিকারিকদের ব্যাপক রদ বদল করা হল। এরমধ্যে রয়েছেন বরাকের কয়েকজন শীর্ষ আধিকারিকও।

কাছাড়ের ডিডিসি রাজীব রায়কে বদলি করা হয়েছে। তিনি যোড়হাট জেলার ডিডিসি হিসাবে বদলি হয়েছেন৷ জেলা পরিষদ কাছাড় সিইও রনজিৎকুমার দাসকে বদলি করা হয়েছে অসম সরকারের পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন বিভাগের যুগ্ম সচিব হিসেবে নিয়োগ করা হয়েছে। হাইলাকান্দি জেলা পরিষদের সিইও জয়দীপ শুক্লাকে বদলি করা হয়েছে এবং সরকারের রূপান্তর ও উন্নয়ন বিভাগের জয়েন্ট সেক্রেটারি হিসেবে নিয়োগ করা হয়েছে৷ সঙ্গে এসআইটিএ। হাইলাকান্দি জেলার অতিরিক্ত আয়ুক্ত জ্যোতিময় দৈমারিকে বদলি করা হয়েছে একই পদে কার্বি আংলং জেলায়।

লখিমপুর জেলা পরিষদ সিইও ত্রিপুরেন্দ্র পাটোরকে কৃষি বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। অসম সরকারের যুগ্ম সচিব সংখ্যালঘুদের কল্যাণ ও উন্নয়ন বিভাগের আবুল লেইস চৌধুরীকে হাইলাকান্দি জেলা পরিষদের সিইও পদে বদলি করা হয়েছে। প্রণবকুমার বরাকে কাছাড় জেলা পরিষদের সিইও করা হয়েছে। তিনি জেলা উন্নয়ন কমিশনার, যোড়হাট এবং প্রধান সচিব ঠেঙ্গাল কাছারি স্বায়ত্তশাসিত পরিষদ (অতিরিক্ত)। কামরূপ জেলা পরিষদের সিইও অরপাহ বাগলারিকে নিয়োগ করা হয়েছে। তিনি ছিলেন গোলাঘাটে। কামরূপের ডিডিসি নরসিং বে বদলি হন কাছাড় জেলার একই পদে।চরাইদেও জেলা পরিষদের সিইও বিদিত দাসকে বদলি করা হয়েছে  পরিবেশ ও বন বিভাগের যুগ্ম সচিব হিসাবে। চরাইদেও জেলা পরিষদের সিইও পদে দীপক ভূঁইয়াকে বদলি করা হয়। তিনি সরকারের আবগারি দপ্তরের যুগ্ম সচিব ছিলেন।

কামরূপ (এম) জেলা পরিষদের সিইও হয়েছেন ধীরাজ দাস। শিবসাগর ডিডিসি পদে বদলু হন সমীরণ বরা। কৃষি বিভাগের যুগ্ম সচিব ছিলেন। ডিব্রুগড়ের ডিডিসি জিতুকুমার দাস লখিমপুরের জেলাপরিষদের সিইও পদে বদলি করা হয়। বজালির ডিডিসি হয়েছেন আশরাফুল আমিন। জিএমসির অতিরিক্ত কমিশনার মৃগাঙ্ক চৌধুরীকে বদলি করা হয়েছে এবং সিইও জেলা পরিষদ, গোয়ালপাড়া হিসাবে নিয়োগ করা হয়েছে।
তিনসুকিয়ার জেলা উন্নয়ন কমিশনার সুশান্ত কুমার দত্তকে কামরূপের জেলা উন্নয়ন কমিশনার হিসাবে বদলি করা হয়েছে। গকুল চ. ব্রহ্মকে ধুবড়ি জেলা পরিষদের সিইও করা হয়। তাঁত, বস্ত্র ও রেশম বিভাগের যুগ্ম সচিব। গোলাঘাটের জেলা উন্নয়ন কমিশনার হিসেবে নিয়োগ করা হয়েছে বিবেক শ্যাম পাঙ্গ্যোককে। তিনি যুগ্ম সচিব, বর্ডার প্রোটেকশন অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে বদলি হন।

তমালপুরের অতিরিক্ত আয়ুক্ত হন লক্ষী দত্ত। তিনি বরপেটায় ছিলেন। প্রণব দত্ত গোস্বামী নগাঁওয়ের অতিরিক্ত জেলা আয়ুক্ত পদে বদলি হয়েছেন। নন্দিতা বরুয়া গোলাঘাটের অতিরিক্ত জেলা আয়ুক্ত।

কামরূপ (এম) অতিরিক্ত জেলা আয়ুক্ত ড. ধ্রুবজ্যোতি হাজরিকা কাছাড় হিসাবে বদলি। অসম অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফি কলেজের যুগ্ম পরিচালক হিসাবে স্থানান্তরিত মানালি জৈন। পিঅ্যান্ডআরডির জয়েন্ট কমিশনার হয়েছেন চয়নিকা ঠাকুরিয়া। তিনি অতিরিক্ত জেলা কমিশনার ছিলেন। কামরূপের অতিরিক্ত জেলা আয়ুক্ত হিসেবে নিত্য বিনেদ ওয়ারি ধুবড়ি থেকে বদলি হন। মুনমি কলিতা নগাঁও জেলার অতিরিক্ত আয়ুক্ত হন। কাছাড়ের অতিরিক্ত জেলা কমিশনার মনসুর আহমেদ মজুমদার কার্বি আংলঙে বদলি হন।গোয়ালপাড়া জেলা অতিরিক্ত আয়ুক্ত রাকেশ ডেকা বিশ্বনাথের অতিরিক্ত আয়ুক্ত হিসেবে বদলি হয়েছেন। অতিরিক্ত জেলা আয়ুক্ত সুদীপ নাথকে নগাঁওয়ে নিয়োগ করা হয়েছে। তিনি কাছাড়ে অতিরিক্ত জেলা কমিশনার ছিলেন। তিনসুকিয়ায় বদলি হন মন্দিরা বরুয়া। লখিমপুরের অতিরিক্ত জেলা কমিশনার মিনাক্ষী পার্মে হিসাবে বদলি হন শিবসাগরে। সুজাতা গগৈ বঙাইগাঁও জেলার অতিরিক্ত জেলা কমিশনার হিসাবে নিয়োগ করা হয়েছে।

মগনজয় থাওসেনকে নিয়োগ করা হয় কাছাড়ের লক্ষীপুরের এসডিও হিসেবে। তিনি মাইবঙে ছিলেন। কঙ্কন শর্মাকে কামরূপ মেট্রোর সাব ডিভিশন অফিসার নিয়োগ করা হয়েছে। শনিবার এই নির্দেশ দেওয়া হয়।

Author

Spread the News