ভাগায় থেমে থাকা কন্টেইনার গাড়িতে আগুন, পুড়ে ছাই কুরিয়ারের বহু সামগ্রী
রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ১৮ জুলাই : শিলচর-আইজল জাতীয় সড়কের উপর ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল একটি কুরিয়ার সার্ভিসেসের মিনি কন্টেইনার গাড়িতে। আগুনে গাড়ির ভেতরে থাকা সামগ্রীর প্রায় ৭০ শতাংশ ভস্মীভূত হয়ে যায়। ঘটনাটি ঘটেছে শুক্রবার ৩০৬ নম্বর জাতীয় সড়কে ভাগা বাজার এলাকায়। জানা গেছে, গুয়াহাটি থেকে বিভিন্ন সামগ্রী নিয়ে আইজলের উদ্দেশ্যে যাচ্ছিল গাড়িটি। গভীর রাতে প্রায় সাড়ে তিনটে নাগাদ তন্দ্রা আসায় চালক গাড়িটি জাতীয় সড়কের পাশে দাঁড় করিয়ে ঘুমিয়ে পড়েন।

ভোরের নামাজ পড়ে রাস্তা দিয়ে যাওয়া কোন একজন পথচারী গাড়ির ভেতর থেকে দোয়া উড়তে দেখেন। তিনি তাৎক্ষণিক গাড়ির কেবিনের ভেতরে ঘুমিয়ে থাকা চালককে বিষয়টি অবগত করান। কেবিন থেকে বেরিয়ে চালক দেখেন কন্টেইনারের ভেতরে দাউদাউ করে আগুন জ্বলছে। সঙ্গে সঙ্গে চালক চিৎকার শুরু করলে আশপাশের মানুষজন এগিয়ে আসেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের ইঞ্জিন। অগ্নি নির্বাপক বাহিনীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও, ততক্ষণে গাড়ির ভেতরে থাকা বিভিন্ন মূল্যবান সামগ্রীর বেশিরভাগই পুড়ে ছাই হয়ে যায়। আগুনের সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে,গাড়ির ভিতরে থাকা বিভিন্ন ইলেকট্রিক সামগ্রী বা ব্যাটারি থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আরেকটি বিষয় যা ভাবাচ্ছে, তা হলো গাড়িটি যেখানে দাঁড় করানো ছিল, তার উপরেই ১১০০০ ভোল্টের বিদ্যুতের তার রয়েছে। বন্ধ কন্টেইনারের পিছন দিক তালাবদ্ধ থাকা সত্ত্বেও কীভাবে আগুন লাগলো, তা নিয়ে কেউই নিশ্চিতভাবে কিছু বলতে পারছেন না। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
