মাতৃভূমি-র সেমিতে ইসলামাবাদ, খেলল ঘানার খেলোয়াড়ও
খেলাধূলার উন্নতি সাধনে মাতৃভূমি-র অবদান অনস্বীকার্য : সাংসদ পরিমল____
বরাক তরঙ্গ, ৩০ আগস্ট : ধলাইতে বেশ জমে উঠেছে মাতৃভূমি কাপ প্রাইজমানি নকআউট ফুটবল টুর্নামেন্ট ২০২৪। শুক্রবার আফ্রিকার দেশ ঘানার একজন খেলোয়াড়কে দেখা যায় মাঠে ব্রাইট স্টার ক্লাবের হয়ে খেলতে, তাছাড়াও ছিলেন সন্তোষ ট্রফিতে অংশগ্রহণ করা খেলোয়াড়ও। এদিন তৃতীয় দল হিসাবে মাতৃভূমি কাপ প্রাইজমানি নকআউট ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছল ইসলামাবাদ ইলেভেন ব্রাদার্স। এদিন ধলাইর বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে প্রতিপক্ষ ব্রাইট স্টার ক্লাবকে ট্রাইবেকারে ২-১ গোলের ব্যবধানে পরাস্ত করছে তারা।
এদিন খেলার প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে যায় ইসলামাবাদ ইলেভেন ব্রাদার্স। প্রথমার্ধের ৩৬ মিনিটে গোল করেন ডনবক। দ্বিতীয়ার্ধের খেলায় সমতায় ফিরতে ঝাঁপিয়ে পড়ে ব্রাইট স্টার ক্লাব অপরদিকে ব্যবধান বাড়াতে বেশ তৎপর ছিল ইসলামাবাদ ইলেভেন ব্রাদার্স দল । দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে ব্রাইট স্টার ক্লাবের খেলোয়াড় মুইনা দুর্দান্ত গোল করে নিজের দলকে সমতায় ফেরান। শেষ পর্যন্ত খেলা গড়ায় ট্রাইবেকারে। ২-১ গোলে জয়ী হয় ইসলামাবাদ ইলেভেন ব্রাদার্স দল। এই জয়ের সুবাদে তৃতীয় দল হিসাবে মাতৃভূমি কাপের সেমিফাইনালে প্রবেশ করেছে ইসলামাবাদ ইলেভেন ব্রাদার্স।
এদিনের খেলা পরিচালনা করেন শামিম আহমেদ বড়ভূইয়া, শঙ্কর ভট্টাচার্য ও প্রবীন বর্মন। চতুর্থ রেফারি ছিলেন এলমিন খাসিয়া। এদিন সেরা খেলোয়াড় নির্বাচিত হন ইসলামাবাদ ইলেভেন ব্রাদার্স দলের গোলরক্ষক ডিসেম্বর। তাঁর হাতে ম্যান অব দ্য ম্যাচ ট্রফি তুলে দেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য, প্রাক্তন ডিএসও বদর উদ্দিন মজুমদার ও ধলাই জিপির প্রাক্তন সভাপতি ভূষণ পাল।
এদিন প্রথমার্ধের খেলার শেষ দিকে মাঠে পৌঁছেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য। খেলাধূলার উন্নতি সাধনে মাতৃভূমি সামাজিক সংস্থার অবদানের ভূয়শী প্রশংসা করেন তিনি। শনিবার চতুর্থ কোয়ার্টার ফাইনালে এ.আর ভাগা ও নাজিয়া এন্টারপ্রাইজ পরষ্পরের মুখোমুখি হবে।