অল্টো থেকে বিপুল পরিমাণ কফ সিরাফ উদ্ধার কাঁঠালতলি পুলিশের, ধৃত ১
মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ১৯ সেপ্টেম্বর : অসম থেকে ত্রিপুরার পাচারের মুখে বাজারিছড়া থানা অধীন কাঁঠালতলি ওয়াচ পোস্ট পুলিশের হাতে ধরা পড়লো বিপুল পরিমান এ্যালকোহলের বোতল বোঝাই একটি অল্টো গাড়ি। জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা নাগাদ টিআর ০৫ ০৭৬৪ নম্বরের একটি অল্টো অসম-ত্রিপুরা ৮ নং জাতীয় সড়কে না গিয়ে চান্দখিরা কাঁঠালতলি দু’শ বিকল্প জাতীয় সড়ক হয়ে ত্রিপুরায় প্রবেশের মুখে কাঁঠালতলি ওয়াচ পোস্ট পুলিশের চেকিংয়ে পোস্টে পৌঁছালে কর্তব্যরত পুলিশ কর্মীরা গাড়ি থামিয়ে রুটিন তল্লাশী চালায়। এতে গাড়িটিতে তল্লাশি করলে সাত কার্টুনে এক’শ পচাত্তর বোতল এ্যালকোহল ভর্তি শিশি বাজেয়াপ্ত হয়।এ কান্ডে পুলিশ একজনকে আটক করলেও তদন্তে সার্থে তার নাম পরিচয় খুলাশা করতে অস্বীকার করে।ধারনা করা হচ্ছে এসব এ্যালকোহল দিয়ে নকল মদ তৈরী করা হয়।
এদিকে, আটক হওয়া, এ্যালকোল গুলো পাচারকারীরা শিলচর থেকে সংগ্রহ করে ত্রিপুরায় পাচারের মতলবে ছিল। বিপুল পরিমান এ্যালকোহলের শিশি বোঝাই অল্টো কার ধরা পড়লে স্থানীয় পুলিশকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই।