ভাগায় বন্ধ লরির পেছনে ধাক্কা বাইকের, প্রাণ হারালেন যুবক
রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ২৯ নভেম্বর : ৩০৬ নম্বর শিলচর-আইজল জাতীয় সড়কে সংঘটিত হল ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা। পণ্য বোঝাই ১২ চাকার লরির পেছন দিকে ধাক্কা দিয়ে ঘটনাস্থলে মৃত্যু ঘটে এক যুবকের। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত সাড়ে দশটা নাগাদ ভাগাবাজার বাম বিদ্যাপীঠ হাইস্কুলের সামনে। স্থানীয়রা জানান, স্কুলের রাস্তার সামনে সড়কের উপর দাঁড় করিয়ে রাখা ছিল মিজোরামগামী একটি ১২ চাকার লরি। সে সময় ভাগাবাজারের দিক থেকে লায়লাপুর অভিমুখে যাওয়া বাইক আরোহী লরির পেছনে সজোরে ধাক্কা দেয়। শব্দ শুনে এগিয়ে আসেন আশপাশের মানুষ, তারা তাৎক্ষণিক যুবককে উদ্ধার করে ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখান থেকে মেডিক্যালে নিয়ে যাওয়ার পথে রাস্তায় মৃত্যুর কোলে ঢলে পড়েন ছুটু বড়ভূইয়া।
জানা যায়, ভাগবাজার বনগ্রামের বাসিন্দা ছোটু বড়ভূইয়ার (৩৫) ভাগাবাজার নিউমার্কেটে একটি ফাস্টফুডের দোকানে রয়েছে। অনুমান করা হচ্ছে দোকান বন্ধ করে কোন প্রয়োজনে ছোটু লায়লাপুর অভিমুখে যাচ্ছিল। পথে দুর্ঘটনার কবলে পড়েন।
এদিকে, দুর্ঘটনার খবরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনাগ্রস্থ গাড়ি দু’টি হেফাজতে নিতে চাইলে বাধা প্রদান করেন কতিপয় যুবক। তাঁরা কুড়ি লক্ষ টাকা ক্ষতিপূরণ সহ ঘটনাস্থলে জেলা প্রশাসন ও পুলিশ সুপারের আসতে হবে বলে দাবি তুলেন। চেষ্টা করেন সড়ক অবরোধের। জাতীয় সড়ক ধরে চলাচলকারী কয়েকটি গাড়িতে ইট পাটকেল ছুড়ে মারা হয়। ধলাই থানার অফিসার ইনচার্জ জনপান বে ঘণ্টা দেড়েক প্রচেষ্টা চালিয়ে উত্তেজিত জনতাকে বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হন। পরবর্তীতে পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দু’টি উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়ে যান।