৯ এপ্রিলে গুয়াহাটিতে দশটি দলের বৃহৎ রাজনৈতিক সমাবেশ

বরাক তরঙ্গ, ১১ মার্চ : আগামী ৯ এপ্রিলে গুয়াহাটিতে এক বৃহৎ রাজনৈতিক সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে দশটি রাজনৈতিক দল অংশ নেবে। শুক্রবার এ কথা জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভুপেন বরা। এ দিন সন্ধ্যায়  গুয়াহাটি এক হোটেলে বরার পৌরোহিত্যে বিরোধী রাজনৈতিক দলগুলির এক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন প্রবীণ কংগ্রেস নেতা ভারত নরহ, অসম জাতীয় পরিষদের সভাপতি লুরিনজ্যোতি গগৈ, সাধারণ সম্পাদক জগদীপ ভূঁইয়া, রাইজর দলের সভাপতি তথা শিবসাগরের বিধায়ক অখিল গগৈ, বিধায়ক মনোরঞ্জন তালুকদার, রাজ্যসভার সাংসদ অজিত ভূঁইয়া এবং আরও অনেকে।

বৈঠকে আম আদমি পার্টি (এএপি), তৃণমূল কংগ্রেস (টিএমসি) এবং অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (এআইইউডিএফ) ছাড়া দশটি রাজনৈতিক দলের নেতৃত্বে ছিল।

বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। তিন ঘণ্টার বৈঠকের পর ভূপেন বরা সাংবাদিক সম্মেলন করে বলেন, আগামী ৯ এপ্রিলে গুয়াহাটিতে একটি গণসমাবেশ হবে। সমাবেশে ১০টি রাজনৈতিক দলের কেন্দ্রীয় ও তৃণমূল নেতাকর্মীরা অংশ নেবেন।

বৈঠকে বিজেপির বিরুদ্ধে একসঙ্গে লড়াই করার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তেও একমত হয়েছে।

Author

Spread the News