বিক্ষোভ প্রদর্শনের শেষ দিন শিলচরে অঙ্গনওয়াড়ি কর্মীদের বিশাল সমাবেশ

বরাক তরঙ্গ, ১৩ অক্টোবর : অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের লাগাতার অসহযোগ আন্দোলনের অঙ্গ হিসেবে জেলা ভিত্তিক কেন্দ্রীয় সমাবেশ অনুষ্ঠিত হল শিলচরে। শুক্রবার শিলচর ক্ষুদিরাম মূর্তির সামনে সহস্রাধিক কর্মীর সমাবেশে ও শ্লোগানে উত্তাল হয়ে ওঠে গোটা এলাকা। নিজেদের বঞ্চনার বিরুদ্ধে ও সরকারের শ্রমিক বিরোধী নীতির প্রতিবাদে উপস্থিত কর্মীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

আন্দোলনের চাপে সরকার আগামী ১৯ অক্টোবর প্রকল্প সঞ্চালক ইউনিয়নের সঙ্গে আলোচনার প্রস্তাব____

সমাবেশে উপস্থিত ছিলেন সিটুর পক্ষে সুপ্রিয় ভট্টাচার্য, সুরজিৎ ঘোষ, অভিজিত গুপ্ত প্রমুখ। বক্তব্য রাখেন সুপ্রিয় ভট্টাচার্য, অভিজিত গুপ্ত প্রমুখ। অসম রাজ্য অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা সংস্থার পক্ষে দীপ্তি সিনহা গায়ত্রী ভট্টাচার্য, মণিকা চক্রবর্তী, ঝর্ণা দাস, স্বপ্না বেগম প্রভৃতি নেতৃবৃন্দ সরকারের তীব্র সমালোচনা করেন।

বিক্ষোভ প্রদর্শনের শেষ দিন শিলচরে অঙ্গনওয়াড়ি কর্মীদের বিশাল সমাবেশ

সমাবেশ থেকে মিছিল করে জেলাশাসকের দফতরের সামনে উপস্থিত হলে সেখানে বক্তব্য রাখেন সুপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, আন্দোলনের চাপে সরকার আগামী ১৯ অক্টোবর প্রকল্প সঞ্চালক ইউনিয়নের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে আগামী ১৬ অক্টোবরের গুয়াহাটিতে রাজ্য ভিত্তিক সমাবেশের প্রোগ্রাম বাতিল করা হয়েছে। তবে ৩১ অক্টোবর পর্যন্ত অসহযোগ আন্দোলন চলবে। সরকারি কর্মচারীর স্বীকৃতি, সাম্মানিকের পরিমান বৃদ্ধি, অবসরকালীন ভাতা, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গুলির সংস্কার, সহায়িকাদের পদোন্নতি, বকেয়া পাওনা মেটানো প্রভৃতি দাবি না মানলে আন্দোলন আরও তীব্র আকার ধারণ করবে বলে সংগঠনের পক্ষ থেকে জানান।

Author

Spread the News